রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টেকসই প্রযুক্তিতে পানি পরিশোধন করবে ডাইকি অ্যাক্সিস বাংলাদেশ মাঠে নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ? বন্দিদের মুক্তি দাবিতে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ পরিবহন ধর্মঘটে যানশূন্য সড়কে দুর্ভোগ চরমে আপিল বিভাগের ২ বেঞ্চে চলবে বিচারকাজ: প্রধান বিচারপতি ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার মে দিবসে সমাবেশ করবে বিএনপি বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ! কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী ফের শেষ মুহূর্তের গোলে অপরাজিত থাকলো লেভারকুসেন নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২ আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে প্রথমবারের মতো ভোটগ্রহণ শেখ জামালের জন্মদিন আজ কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা চীনে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫ থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিরোধিতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশনে হঠাৎ করে ‘হাজার গুণ’ হোল্ডিং ট্যাক্স বাড়ানোর কারণে জনগণ আসন্ন জাতীয় নির্বাচনে এ সরকারকে আর ভোট দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিরোধিতা করে জাতীয় সংসদে তিনি বলেছেন, হঠাৎ এবারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে সমস্ত ঢাকা শহরকে অশান্ত করে দিয়েছে সিটি কর্পোরেশন। অথচ সামনে নির্বাচন, এখন ট্যাক্স বাড়ান হলো কেন? জনগণ আর আপনাদের ভোট দেবে না।’
সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
ফিরোজ রশিদ বলেন, ‘এতদিন কেন তাদের (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) মনে পড়লো না, যখন ভোট এগিয়ে আসছে তখন তাদের মনে পড়লো হাজার গুণ ট্যাক্স বাড়াতে হবে। মগের মুল্লুক আর কি! এ বিষয়ে মামলা হবে। যখন আমরা ভোটে যাব তখন এটা ফেস করতে হবে। এখানে খাদ্যমন্ত্রীসহ অনেকেই রয়েছেন, যারা ঢাকা শহরের এমপি, তারা সরকারি দল করেন বলে এখন কিছু বলছেন না। কিন্তু যখন নির্বাচনের জন্য ভোট চাইতে যাবেন তখন কে সরকারি দলের আর কে অন্য দলের তা কিন্তু ভোটাররা দেখবে না। তারা বলবে, আপনারা সরকারের মন্ত্রী আপনাদের নির্দেশে ট্যাক্স বাড়িয়েছে আপনাদের ভোট দেব না। আমাকেও তারা এখনই এসব কথা বলছেন।’
তিনি বলেন, ‘সম্প্রতি ধানমন্ডি এলাকায় ছয় থানার নাগরিকরা বসেছিলেন, তারা বলেছেন ট্যাক্স যদি বাস্তবসম্মত না হয়, যদি সিটি কর্পোরেশন কোনো নাগরিক সুবিধা না পাওয়া যায় তাহলে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো ট্যাক্স দেবেন না। তারা বলছেন, আপনারা ভোট নেবেন না ট্যাক্স নেবেন। আজ তো আমাদের কোনো কথা আপনারা শুনছেন না, কিন্তু ভোটের বেলায় তো ঠিক আমাদের কাছে আসতে হবে। তখন কিন্তু এ বিষয়টি ফেস করতে হবে। কোনো কোনো এলাকায় প্রায় হাজার পার্সেন্ট ট্যাক্স বাড়ান হয়েছে, যা কোনোভাবেই বাস্তব সম্মত নয়। তিনি বলেন, পুরান ঢাকার একজন বাড়ির মালিকের ট্যাক্স ছিল ৯ লাখ তা বেড়ে হয়েছে ৬৫ লাখ টাকা। যা বাস্তবসম্মত নয়। এটা কি সম্ভব?’
স্পিকারের উদ্দেশ তিনি বলেন, ‘আমাদের যে নাগরিক সুবিধা তা কোনোভাবেই নেই। আপনি যদি মিরপুর বোর্ডের আনোয়ার খান মেডিকেল কলেজের পাশ দিয়ে যান দেখবেন রাস্তার অর্ধেক জুড়ে গার্বেজ কনটেইনার রেখে দিয়েছে। ওই এলাকার সব অাবর্জনা ও আনোয়ার খান মেডিকেল কলেজের সমস্ত ময়লা এখানে ফেলে। ছাত্র-ছত্রীরা গন্ধে অসুস্থ হয়ে পড়ছে, জনগণ অনেক দূর থেকে নাকে রুমাল দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। রাস্তাটা অর্ধেক হয়ে গেছে। গাড়ি এসে আটকে যায়। সাত সমজিদের সামনে তিনটে ময়লার কন্টেনার। ময়লায় চলাচল করা দায়। রাস্তার মধ্যে ময়লার কনটেনার পড়ে আছে।’
তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন যদি ট্যাক্স ধরেন তো তাদের ধরেন, যারা অনেক বেশি নাগরিক সুবিধা পায়। তাদের ট্যাক্স ৫ লাখ-১০ লাখ গুণ বাড়ান আপত্তি নেই। গুলশান-বারিধারায় ১০ লাখ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়। তারা সবার চেয়ে বেশি নাগরিক সুবিধা ভোগ করে। তাদের ট্যাক্স বসান। যারা ওয়াসার অর্ধেক পানি গাড়ি ধুয়ে ও বাগানে পানি দিয়ে নষ্ট করে। তাদের বেশি ট্যাক্স বসান।’
ফিরোজ রশিদ বলেন, ‘আগে ঢাকার বাড়িওয়ালা বাড়িভাড়া দিয়ে আয় করতো, খেত, আজ আর সে সুবিধা তারা পাচ্ছেন না। কেননা, এখন অনেক বেশি বাড়ি হয়ে গেছে। তাই অনেক বেশি ট্যাক্স বাড়ানোর ফলে তারা অসুবিধায় পড়েছেন। এটা অগ্রহণযোগ্য।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com