মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ শহরের নিম্নমধ্যবিত্তদের গৃহ নির্মাণে ৩১৮৪ কোটি দেবে আইডিবি যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেলের বিরুদ্ধে আদালতে মামলা সরকার ও রাজনীতিবিদদের সিদ্ধান্তে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছি: জি এম কাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন ফারুক বাস মালিকদের সুবিধা দিতে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে হজ ভিসা আবেদনের সময় বাড়ল ৭ মে পর্যন্ত আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ছুটিই থাকছে স্কুল-মাদরাসা তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের সঙ্গে বিএডিসির চুক্তি সংসদের আগামী অধিবেশনে পাস হবে শ্রম আইন আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬ শাড়ি পরেই লোকটিকে বেধড়ক মারধর করি: লারা দত্ত ব্যবসায়ী সাবের হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, মানবেতর জীবনযাপন করছে : ফখরুল খায়রুল কবির খোকনের জামিন, মুক্তিতে বাধা নেই লেভানডোফস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

হুতিদের ড্রোন হামলার পর সৌদিতে তেল সরবরাহ বন্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৫ মে, ২০১৯
  • ১৯৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে মঙ্গলবার হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে ওই পাইপলাইন দুটি থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার সশস্ত্র ড্রোনের মাধ্যমে চালানো হুতি বিদ্রোহীদের ওই হামলায় ৮ ও ৯ নম্বর স্টেশনে আগুন ধরে যায়।

এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আরমাকো তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশের তেলক্ষেত্র ইয়ানবু বন্দরের দুটি পাম্পিং স্টেশনকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা সশস্ত্র ড্রোন হামলা চালায়।

এতে ওই দুটি পাম্পিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এদিকে পাম্পিং স্টেশনে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

এ হামলাকে ভীরুতা আখ্যা দিয়ে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সমর্থনপুষ্ট হুতিদের এ ধরনের হামলা তাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার বিষয়টিকে স্পষ্ট করেছে।

সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ বলেন, উপসাগর ও সৌদি আরবে সম্প্রতি যে হামলা হয়েছে, তা কেবল আমাদের দেশকেই নয়, বিশ্বকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এটি বিশ্বে তেল সরবরাহের জন্য বড় ধরনের একটি হুমকি।

অন্যদিকে ড্রোন হামলা সফল হয়েছে, দাবি করে হুতি মুখপাত্র ইয়াহয়া সারি বলেছেন, সাতটি ড্রোনের মাধ্যমে সৌদি আরবের পাম্পিং স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এটি একটি সফল অপারেশন ছিল।

এ হামলায় সৌদি সরকারের লোকজনও সহায়তা করেছে জানিয়ে হুতি মুখপাত্র বলেন, এ হামলা চালানোর ক্ষেত্রে সৌদি সরকারের লোকজনও আমাদের সহায়তা করেছে। তারা আমাদের নিয়মিত বিভিন্ন তথ্য দিয়ে থাকে।

বাংলা৭১নিউজ/এস.এ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com