শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ব্যবসায়ী সাবের হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

টেকনাফের বার্মিজ মার্কেটের ব্যবসায়ী সাবের (৩৭) হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. ইয়াছিনসহ (৩৫) ছয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ এবং র‍্যাব-১৫। রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য আসামিরা হলেন- মো. সালমান (২৭), আব্দুল্লাহ (৪৩), সোহাগ (৩২), বাবলু (২৮) ও আব্দুল জব্বার (৩১)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সাবের টেকনাফ থানার বার্মিজ মার্কেটে জুতার ব্যবসা করতেন। তার দোকানের সামনে গ্রেফতার প্রধান আসামি ইয়াছিনের একটি বন্ধ দোকান রয়েছে। ইয়াছিন পূর্বশত্রুতার জেরে সাবেরকে ব্যবসা শুরুর পর থেকেই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অহেতুক হয়রানি করে বেচা-বিক্রিতে ক্ষতিসাধন করতেন। সাবের মার্কেটের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান। এ কারণে ইয়াছিন ও অন্য আসামিরা সাবেরকে প্রাণনাশের হুমকি দেন।

গত ২ এপ্রিল বিকেল ৫টার দিকে সাবের নিজ দোকানের জায়গা সংকটের কারণে ইয়াছিনের বন্ধ দোকানটির সামনে একটি জুতার বস্তাসহ কয়েক জোড়া জুতা ঝুলিয়ে রাখেন। এ নিয়ে ইয়াছিন সাবেরকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। সাবের এর প্রতিবাদ করায় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এই র‍্যাব কর্মকর্তা বলেন, একপর‍্যায়ে গ্রেফতার ইয়াছিন, সালমান, আব্দুল্লাহ, সোহাগ, বাবলু, জব্বার এবং পলাতক আসামি নুর হোছন, এমরান ও কেফায়েতসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে ধারালো টিপ ছুরি, রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাবেরকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে নৃশংস হামলা চালান।

এএসপি শামীম হোসেন আরও বলেন, গ্রেফতার ইয়াছিন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে সাবেরের মাথায় আঘাত করলে সাবের মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও আসামিরা লোহার রড ও হাতুড়ি দিয়ে উপুর্যপরি আঘাত করতে থাকলে সাবের অজ্ঞান হয়ে পড়েন। পরে মার্কেটের লোকজন এবং সাবেরের ভাই ঘটনাস্থলে হাজির হলে আসামিরা পালিয়ে যান।

সাবেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই সাদেক বাদী হয়ে গত ১৩ এপ্রিল টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।

এএসপি মো. শামীম হোসেন আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ২৯ এপ্রিল র‍্যাব-৩ এবং র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে ছয় আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক অপর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com