বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস বিকাশ পেমেন্টে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে বাড়ছে লবণাক্ততা, বরগুনায় সুপেয় পানির সংকট মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ মোস্তাফিজের! বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, কয়েক ডজন শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি আজ মে দিবস পেটের দায় ‘দিবস’ বুঝে না

সর্বহারা নেতার ভয়ে পুরুষ শূন্য একাধিক পরিবার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির নেতার হুমকি-ধামকি ও হামলার ভয়ে পুরুষ শুন্য হয়ে পড়ছে একাধিক পরিবার। নির্যাতনের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের শিমুতলা এলাকায় ভূক্তভোগি বহু পরিবার।

সরেজমিন গিয়ে জানা যায়, সম্প্রতি শিমুলতলা এলাকার সালাম মোল্লার প্রায় ২০ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির নেতা মোয়াজ্জেম মোল্লা। একারণে স্থানীয় সালাম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পরই সালাম মোল্লাকে জীবননাশের হুমকি দিয়ে আসছে মোয়াজ্জেম মোল্লা।

এছাড়া শনিবার বিকালে সালাম মোল্লা ও তার ভাইদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায় মোয়াজ্জেম ও তার লোকজন। কেউ মামলা করলে তাদের হত্যার হুমকি দেয়। তার অত্যাচারে সালাম মোল্লার পরিবারের পুরুষ সদস্য ঘর ছাড়া। এছাড়া মহিলারাও রয়েছে আতঙ্কের মধ্যে।

ক্ষতিগ্রস্থ্য সালমা বেগম নামে এক নারী বলেন, ‘মোয়াজ্জেমের ভয়ে আমাদের পরিবারের সদস্যরা বর্তমানে এলাকা ছাড়া। সে এলাকায় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপকর্ম করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার ভয়ে আমরা প্রকাশ্যে মুখ পর্যন্ত খুলতে পারি না। যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে, তাহলে রাতে তার বাহিনীর সদস্য দিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। আমরা এর থেকে পরিত্রান চাই।’

মাদারীপুর সদর থানা সূত্রে জানা গেছে, সদর থানার মাদ্রা এলাকায় ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর আজিজুল হক চৌকিদারকে সর্বহারা পাটির সদস্যরা গুলি করে খুন করে। এই ঘটনায় পুলিশ তদন্ত করে মোয়াজ্জেম মোল্লার সম্পৃক্ততা পেয়ে আদালতে তার বিরদ্ধে চার্জশীট দাখিল করে। এছাড়াও ব্রন্মন্ধি এলাকায় একটি মেয়েকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের অভিযোগে মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা হয়। ওই ঘটনায় মামলা হলে মোয়াজ্জেম ও তার লোকেরা নির্যাতিতা ও তার ভাইকে হত্যার হুমকি দেয়। বিচার চাওয়ার ‘অপরাধে’ সেই পরিবারও বর্তমানে এলাকা ছাড়া।

মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম মোল্লার বিরুদ্ধে মাদারীপুর সদর থানা ২টি সাধারন ডায়েরী, একটি হত্যা মামলা, একটি ধর্ষণ মামলা, একটি হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মোয়াজ্জেম নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সদস্য হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে।’

এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, মোয়াজ্জেম মোল্লার বিরুদ্ধে হত্যা মামলাসহ কয়েকটি মামলার বিচার চলছে আদালতে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এলাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আরো কেউ অভিযোগ করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

তবে এ ব্যাপারে মোয়াজ্জেম মোল্লার বাড়িতে গিয়ে একাধিকার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া তার মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com