রবিবার, ০৫ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

শেখ রাসেল তার কোমল অনুভূতি দিয়ে ভালোবেসেছিল এদেশকে: কৃষিমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৫০ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোলে ছোট ছেলে শহীদ শেখ রাসেল। ফাইল ছবি

 

বাংলা৭১নিউজ, ঢাকা: শেখ রাসেল আজ বাংলার শিশু, কিশোর, তরুণদের ভালবাসার নয়নমণি। মানবিক চেতনাসম্পন্ন মানুষরা শেখ রাসেলের হারানোর বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর।

বঙ্গবন্ধুর খুব প্রিয় ব্যাক্তি ছিলেন দার্শনিক বার্ট্রান্ড রাসেল। তার নামেই নিজের সবচেয়ে ছোট সন্তানের নাম রাখেন রাসেল। শেখ রাসেল তার কোমল অনুভূতি দিয়ে ভালোবেসেছিল এদেশকে তেমনি ঘৃণা করতে শিখেছিল পাকিস্তানীদের।

কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আজ বুধবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ এন এস সি টাওয়ার অডিটোরিয়াম শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি মন্ত্রী বলেন, অনন্য মেধা সম্পন্ন শেখ রাসেল বেঁচে থাকলে হতে পারতো জাতির আরেক মহানায়ক। হয়তো ইতিহাসের ভাষায় তাঁকে আমরা জানতাম বাঙ্গালীর ঐক্যের প্রতীক, দেশের সফল রাষ্ট্রপ্রধান হিসাবে। পিতা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়নের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি ইতোপূর্বেই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারতো শেখ রাসেলের নেতৃত্বে।

অবশ্য, তাঁর হাসু বুবুও (মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউমেনিটি শেখ হাসিনা) কম যাননি, রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশকে তিনি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভিশন ২০২১ কে অতিক্রম করে ভিশন ২০৪১ এর উন্নত বাংলাদেশের দিকে।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

কিন্তু তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থ হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক স্বত্ত্বায় পরিণত হয়েছেন।

মাহমুদু-উস-সামাদ চৌধুরী এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম শহিদ উল্লাহ-সাংগঠনিক সচিব শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, রাশেদুল হক প্রচার সম্পাদক শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, জাহাঙ্গীর আলম বেরাইত ইউনিয়ন চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের হাতে শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com