রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুলিশের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ভোটারদের যাতে কেউ ভয়ভীতি দেখাতে না পারে সেজন্য সবরকম প্রস্তুতি আমরা নিয়েছি। অগ্রিম তথ্য সংগ্রহের জন্য আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছে।’ তিনি আরো বলেন, ‘ভোটাররা যাতে নিরাপদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য নগরজুড়ে আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

আজ শুক্রবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শনকালে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের এসব বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপির নিজস্ব অনলাইন পোর্টাল ‘ডিএমপি নিউজে’ এ তথ্য দেওয়া হয়।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ২ হাজার ১১৩টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী ডিউটি করবে। এর বাইরেও ৪/৫টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম থাকবে। এছাড়াও থানা ও ডিভিশনাল পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং ঢাকা শহরে চারটি কন্ট্রোল রুম থাকবে। এখান থেকে আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত করব। যে ১৪টি কেন্দ্র থেকে ব্যালট পেপার জমা এবং গ্রহণ করা হবে সেখানে রয়েছে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অনলাইনে গুজব প্রতিরোধে আমাদের সাইবার টিম কাজ করছে। যদি কোন ধরনের প্রতিবন্ধকতা থাকে তাহলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেব।’

নির্বাচন সংশ্লিষ্টদের নিরাপত্তার বিষয়ে কমিশনার বলেন, ‘নির্বাচনে প্রতিটি প্রার্থী ও তাদের এজেন্টদের নিরাপত্তা দিতে আমরা ব্যবস্থা নিয়েছি।’

নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার যে আয়োজন আমরা করেছি সেখানে আমাদের সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখব।’

ভোটারদের আশ্বস্ত করে কমিশনার বলেন, ‘কোন ভোটারকে কেউ কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করলে সে আমাদের কন্ট্রোলরুম, সংশ্লিষ্ট ডিসি, নির্বাচন কমিশন অফিস ও প্রিজাইডিং অফিসারকে জানাতে পারবেন। এছাড়াও ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানাতে পারবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন ধরণের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তবে যারা ট্রেন, লঞ্চ ও বিমানে ভ্রমন করবে তাদের বৈধ টিকেট ও পাসপোর্ট থাকলে তাদের গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করা হবে । এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।’  সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com