শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

বিহারীদের পূণর্বাসনের দাবীতে বিক্ষোভ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) রাজধানীর মিরপুরে সোমবার মিছিল পূর্ব এক সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।বিবিআরএ এর পল্লবী থানা শাখার সভাপতি নাদিম আনসারী গুড্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহামদ খান, সেক্রেটারী জেনারেল মোঃ হানিফ খান। সভায় প্রধান অতিথি সরকারকে অবিলম্বে ও অগ্রাধিকার ভিত্তিতে বিহারীদের পূণর্বাসন সমস্যার সমাধানের দাবী জানান। প্রধান অথিতি বলেন, বছরের পর বছর ক্যাম্পবাসীদের জন্য বিদ্যুৎ ও পানির বিল খরচ না করে সেই টাকা দিয়েই মজলুম বিহারীদের পূনর্বাসনের উদ্যোগ নেয়ার আহ্বান জানা। বিশেষ অতিথি মোঃ হানিফ খান বিহারীদের রক্ষার জন্য অবিলম্বে ক্যাম্পের জায়গায় যে সকল ফ্লট বরাদ্দ করা হয়েছে তা বাতিলের দাবি জানিয়েছেন।
সরকারের নিকট বিহারিদের পূণার্বাসনের জন্য উত্থাপিত ৭ দফা দাবী মেনে নিতে ও মিরপুর-১১/এ এর কাস্মিরী মহল্লা বিহারী ক্যাম্পের উচ্ছেদকৃত পরিবার সমূহের অবিলম্বে পূণর্বাসনের দাবীতে মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন কুতুব উদ্দিন শাহ্, জাবেদ আহমেদ, আলম শাহ্, রিয়াজউদ্দিন মুকুল, মোঃ সাব্বির, মোঃ এনামুল হক ছেদি প্রমুখ
তাদের ৭ দফা দাবীর মধ্যে রয়েছে-
১। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সকল বাঁধাসমূহ দূর করা।
২। বাসস্থান হিসেবে যিনি যে ক্যাম্পে আছেন তাকে সেখানেই এলটমেন্ট/বরাদ্দ দেয়া।
৩। বাসা বা এপার্টমেন্ট দেয়ার ২ বছর পর পর্যন্ত গ্যাস, পানি, বিদ্যুৎ ফ্রি ভাবে সরবরাহ অব্যাহত রাখা।
৪। বাসার বরাদ্দ পত্র হস্তান্তরের সময় প্রতি পরিবারকে কমপক্ষে ৩ লক্ষ টাকা সাহায্য প্রদান।
৫। প্রতি পরিবার হতে কমপক্ষে ২ জন কর্মক্ষম-যোগ্য পুরুষকে বিদেশে চাকুরীতে প্রেরণ।
৬। ৩৫ বছর পর্যন্ত বিহারী ছেলে মেয়েদের স্নাতক শ্রেণী পর্যন্ত সরকারী খরচে লেখাপড়ার ব্যবস্থা করা।
৭। ক্যাম্পের বাহিরে বসবাসরত উপযুক্ত বিহারীদের মাঝে শিল্প প্লট বরাদ্দ ও অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা প্রদান।

সমাবেশ শেষে মিছিল ভাসানী মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে মিরপুর ১০ নম্বর বেনারশী শাড়ী মার্কেটস্থ বিবিআরএ এর প্রধান কার্যালয়ের সামনে মাগরীবের আযানের সময় শেষ হয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com