শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৃত ব্যক্তির নামে কোরবানি করার বিধান রাজধানীর চার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাজধানীতে গরমে রিকশাচালকের মৃত্যু খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মরিশাসের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক, প্রাথমিক চলবে সাড়ে ১১টা পর্যন্ত সোসিয়েদাদকে হারিয়ে শিরোপা থেকে এক পা দূরত্বে রিয়াল ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ব্রাজিলে আগুনে নিহত অন্তত ১০ বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন শত শত মুসল্লি ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির শাহ আমানতে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক বিএনপির আন্দোলন সফল হবে না, পরিষ্কার ধারণা ছিল : জিএম কাদের প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার ঢাকা উত্তরের রাস্তায় স্প্রে ক্যানন-পানির ভ্যান চিকিৎসার জন্য স্ত্রীসহ আমেরিকায় গেলেন আমির খসরু শাবনূর আপু একজনই, তার মতো কেউ হতে পারবে না: পূজা চেরি

বিএনপিকে কখনো মুজিবনগর দিবস পালন করতে দেখিনি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিকে কখনো মুজিবনগর দিবস পালন করতে আমরা দেখিনি।’ তিনি আরো বলেন, ‘যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে, সেটাই প্রশ্ন।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুকে স্মরণ করেন গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়। এরপরই সেখানে ঢল নামে আওয়ামী লীগ ও এর সহযোগী-সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের। মহান স্বাধীনতার রূপকারকে তাঁরা স্মরণ করেন গভীর শ্রদ্ধায়।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের এ দিনটি বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো পালন করে। বিএনপিকে কখনো এ দিনটি পালন করতে আমরা দেখিনি। যে সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের যে সরকারের কর্মচারী হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এ সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এ দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে, সেটাই প্রশ্ন। ’

এদিকে মুজিবনগর দিবসের সকালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাবেত হয় হাজারো মানুষ। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দিবসটির প্রেক্ষাপট, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সময়কার বিভিন্ন সংগ্রামের কথা তুলে ধরেন।

বাংলা৭১নিউজ/এইচ.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com