রবিবার, ০৫ মে ২০২৪, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ম্যাচিং না হলে প্রিজাইডিং অফিসারের আঙুলের ছাপে দেওয়া যাবে ভোট জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫ তাপপ্রবাহ না বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া সুন্দরবনে অল্প অল্প আগুন জ্বলছে, জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম! শাহজাহানপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিসিও মহাসচিবের বৈঠক দ্বিতীয় টি-টোয়েন্টি আজ উজ্জীবিত বাংলাদেশের সামনে ভঙ্গুর জিম্বাবুয়ে এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি

ফসলি জমি দখল করে রাস্তা তৈরীর অভিযোগে মামলা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় আদালতের মামলা উপেক্ষা করে জনৈক কছিম উদ্দিন প্রামানিকের ফসলি জমি জোর পূর্বক দখল করে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে এলাকায় উত্তেজনা বাড়ছে।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের বেড়াগ্রাম এলাকার বেড়াগ্রাম দক্ষিণপাড়ার রাস্তা তৈরির জন্য একই গ্রামের মৃত ময়েজ ফকিরের পুত্রদ্বয় দুলাল ফকির ও মজিদ ফকির এলাকার ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মেম্বারের ছত্রছায়ায় প্রায় ১ মাস পূর্বে বেড়াগ্রাম থেকে দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করে। ওই গ্রামের মৃত অহির উদ্দিন প্রামানিকের পুত্র কছিম উদ্দিন প্রামানিকের প্রায় ১০ থেকে ১২ শতক জমি দখলে নেয়।

এতে কছিম উদ্দিন প্রামানিক বাঁধা দেয়। ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে রাস্তা তৈরির কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে গত ৮ জুন কছিম উদ্দিন প্রামানিক নিজেই বাদি হয়ে ৫ জনকে বিবাদী করে জেলা বগুড়ার দুপচাঁচিয়া থানা সহকারি জজ আদালতে মামলা নং ৪৮/২০১৭ (অন্য) দায়ের করে।
মামলা দায়েরের বিষয়টি প্রকাশ পেলে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এ দিকে আদালতে উক্ত মামলা চলাকালীন প্রায় ১ মাস পর গত ৮ জুলাই শনিবার ভোর থেকে মামলার বিবাদিরা ক্ষমতাসীন ওই প্রভাবশালী জন প্রতিনিধিদের ছত্রছাত্রায় তাদের ভাড়া করা ২০ থেকে ২৫ জন শ্রমিক নিয়ে এসে কছিম উদ্দিনের জমির মাটি কেটে তার জমি উপর দিয়েই রাস্তা তৈরি করতে থাকে। এতে কছিম উদ্দিন প্রামানিক ও তার পুত্র মোমতাজুর রহমান প্রামানিক বাঁধা দেয়। তারা বাঁধা উপেক্ষা করে রাস্তা তৈরির কাজ করতে অব্যাহত রাখে।
এতে উত্তেজনাও দেখা দেয়। কছিম উদ্দিন প্রামানিকের পুত্র মোমতাজুর রহমান প্রামানিক দাবি করেন একই মাঠে অন্যদের জমি থাকা সত্বেও তাদেরই প্রায় ১০ থেকে ১৫ শতক জমি জোরপূর্বক দখল নিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এতে তারা প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষতির আশংঙ্কা করছে। এ দিকে আদালতে মামলা চলাকালীন কছিম উদ্দিন প্রামানিকের জমির উপর রাস্তা তৈরির ঘটনায় এলাকায় উত্তেজনাও বাড়ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com