রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী ১৭ মে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবস ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন ৯ মাসে শতাধিক অটোরিকশা ছিনতাই করে চক্রটি প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে : শিক্ষামন্ত্রী বহিরাগত কেউ ময়লার গাড়ি চালালেই কঠোর ব্যবস্থা: ডিএনসিসি ফালুর অবৈধ সম্পদের মামলায় রেকর্ডিং অফিসারের সাক্ষ্য ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর কারিনা উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

পোলার্ড-বাটলারের ব্যাটে মুম্বাইয়ের রোমাঞ্চকর জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
Kieron Pollard of Mumbai Indians during match 41 of the Vivo IPL ( Indian Premier League ) 2016 between the Royal Challengers Bangalore and the Mumbai Indians held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 11th May 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS

বাংলা৭১নিউজ,ডেস্ক: কিয়েরন পোলার্ডের ১৯ বলে ৩৫ ও জস বাটলারের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের কাছে হার মানলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

রোমাঞ্চকর ম্যাচে শেষ অবধি ৮ বল ৬ উইকেট হাতে রেখে সহজ জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

অথচ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫১ রান করে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শেষ চার ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ৪৪ রান, হাতে ৬ উইকেট। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শেষ চারে উঠে এলো রোহিত শর্মার দল। ১০ ম্যাচে ৬ হারে টেবিলের ষষ্ঠ স্থানেই থাকলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

১৫২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে বিপাকেই পড়ে মুম্বাই। শুরু থেকেই আস্কিং রান রেট বেড়ে চলছিল দলটির। ১০০ রান পূর্ন হতেই চলে যায় ১৫.৩ ওভার। শেষ ৪ ওভার প্রয়োজন পড়ে ৪৪ রানের। ১৭ তম ওভারে পোলার্ড-বাটলার মিলে ১৮ রান তুললে সমীকরণ অনেকটা সহজ হয়। মাত্র ২১ বলে ৫৫ রানের ‍অবিচ্ছিন্ন জুটি গড়ে মুম্বাইকে রোমাঞ্চকর জয় উপহার দেন পোলার্ড ও বাটলার।

মুম্বাইয়ের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন আমবাতি রাউডু। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ওপেনার রোহিত শর্মা করেন ২৫ রান।

ব্যাঙ্গালুরুর বরুণ অ্যারন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন চাহাল ও অরভিন্দ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের অর্ধশতকে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যদিও শুরুটা তাদের মোটেও ভালো ছিলো না। ১৭ রান তুলতেই বিরাট কোহলি ও ক্রিস গেইলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ব্যাটিংয়ে ছন্দ হারানো গেইল এদিনও নিজেকে খুঁজে পাননি। টিম সাউথির বলে আউট হয়েছেন মাত্র ৫ রান করে। কোহলি করেন ৭ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন ডি ভিলিয়ার্স ও লোকেশ রাহুল। এ জুটি ৪৩ রান যোগ করলে বিপর্যয় সামলে ওঠে ব্যাঙ্গালুরু। হার্ডিক পান্ডিয়ার বলে রাইডুর হাতে ডি ভিলিয়ার্স ক্যাচ তুলে দিলে ভাঙ্গে তৃতীয় উইকেট জুটি। লোকেশ রাহুল অবশ্য ব্যাট চালিয়ে যান। ৫৩ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছক্কায়।

শেন ওয়াটসন করেন ১৫ রান। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান। শেষ দিকে শচিন বেবির ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসে দেড়’শ পেরোয় ব্যাঙ্গালুরু।

টিম সাউদি, মিশেল ম্যাকক্লেঘান ও হার্ডিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com