বুধবার, ০১ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস বিকাশ পেমেন্টে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে বাড়ছে লবণাক্ততা, বরগুনায় সুপেয় পানির সংকট মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ মোস্তাফিজের! বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, কয়েক ডজন শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি

দ্বন্দ্বের অবসান হওয়ায় বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৬৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফলের বগা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার বাক প্রতিবন্ধী মিজানুর রহমান ও পল্লী বিদ্যুতের লাইনম্যান নুরুল ইসলামের মধ্যে দ্বন্দ্বের অবসান হয়েছে। শনিবার (৩১ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে উভয় পক্ষের উপস্থিতিতে  বিষয়টি মীমাংসা করে দেয়ায় উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম মিয়া, সরকারি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সোমবার (২৬ মার্চ) বিকালে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে গাছ কেটে বিদ্যুতের তাঁর ছিড়ে ফেলা হয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে পল্লী বিদ্যুতের লাইনম্যান নুরুল ইসলামসহ দুই জন ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেন। বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কারন জানতে চান বগা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান।

এ সময় পল্লী বিদ্যুতের কর্মী নুরুল ইসলাম তাকে প্রতিবন্ধী বলে প্রশ্নের উত্তর দিতে অপরাগতা প্রকাশ করেন। প্রতিবন্ধী বলায় ক্ষুব্দ হয়ে ইউপি সদস্য মিজানুর রহমান তাকে একটি লাঠি দিয়ে পেটান।  পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা  করেন। শনিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করেন উপজেলা নির্বাহী অফিসারমোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। পল্লী বিদ্যুতের ডিজিএম এ কে এম আজাদ বলেন, ‘ইউএনও মহোদয় সন্তোষজনক মীমাংসা করেছেন। এতে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’ অপরদিকে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুতের লাইনম্যান নুরুল ইসলাম আমার প্রতিবন্ধীতা নিয়ে কটাক্ষ করে কথা বলেন, তাই আমি উত্তেজিত হয়ে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছি, আমাদের উভয়ের ভুল বুঝতে পেরেছি।’ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম মিয়া বলেন, দ্বন্দ্বের অবসান হওয়ায় এলাকার বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক হয়েছে।   সুন্দরভাবে মীমাংসা হওয়ায় আমরা উপস্থিত সবাই ইউএনও  মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com