রবিবার, ০৫ মে ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

দৌলতদিয়ার ৩টি ফেরিঘাট বন্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: পদ্মার তীব্র স্রোতে পাড় ভেঙে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটি ঘাট দিয়ে ফেরি চলছে। এ কারণে এ রুটে ফেরি চলাচলও সীমিত করা হয়।

এ কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়াগামী ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে ১ নম্বর এবং আজ সকালে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়। এর আগে ২৭ জুলাই বন্ধ হয়েছিল ৪ নম্বর ঘাট।

যানবাহন পরাপার করা হচ্ছে শুধু ৩ নম্বর ঘাট দিয়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, তিনটি ঘাট বন্ধ হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছে। পাশাপাশি ফেরি চলাচল সীমিত হয়ে পড়ায় দুই পাড়ে আটকা পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা শতাধিক যাত্রী ও পণ্যবাহী গাড়ি।

“পদ্মার প্রবল স্রোতে পাড় ভেঙে যাওয়ায় শনিবার রাত ৩টার দিকে ১ নম্বর ঘাট বন্ধ করা হয়েছে। রোববার সকালে বন্ধ করা হয় ২ নম্বর ঘাট।”

একই সমস্যার কারণে গত ২৭ জুলাই থেকে ৪ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।

এছাড়া এ রুটে ১৭টার মধ্যে ছয়টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

এদিকে সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে পারাপারে অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা শফিকুল বলেন, “পাটুরিয়া- দৌলতদিয়ার শতশত গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে দেড় শতাধিক যাত্রীবাহী ও চার শতাধিক ট্রাক রয়েছে।”

সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই ঘাটেও আটকা পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা শত শত যানবাহন।

বিআইডব্লিউটিসির আড়িচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, দৌলতদিয়া অংশের তিনটি ঘাট পদ্মায় তলিয়ে যাওয়ায় এ পাড় থেকে ফেরি ওই পাড়ে যাচ্ছে না।

“শনিবার বিকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। রোববার সকাল ৯টা থেকে এ রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।”

ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ঘাটে আড়াই শতাধিক বেশি বাস আটকা পড়েছে বলে জানান তিনি।

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে চলাচল স্বাভাবিক

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে অবস্থার কিছুটা পরিবর্তন হওয়ায় দুপ্রান্তের ছয়টি ঘাট দিয়েই এখন গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ বলেন, আজ থেকে উচ্চ ক্ষমতার টাগবোট ছাড়াই ফেরিগুলো চলতে পারছে। কাওড়াকান্দির তলিয়ে যাওয়া ২ নম্বর ঘাটটিও মেরামত করা হয়েছে।

“দুপ্রান্তের ছয়টি ঘাট দিয়েই গাড়ি পারাপার চলছে। ১৭টি ফেরিরর মধ্যে চালু আছে ১৩টি।”

তিনি জানান,আজ দুই পাড়ে শতাধিক যান পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে চাপ আগে চাইতে একটু কম।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com