শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মরিশাসের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক, প্রাথমিক চলবে সাড়ে ১১টা পর্যন্ত সোসিয়েদাদকে হারিয়ে শিরোপা থেকে এক পা দূরত্বে রিয়াল ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ব্রাজিলে আগুনে নিহত অন্তত ১০ বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন শত শত মুসল্লি ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির শাহ আমানতে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক বিএনপির আন্দোলন সফল হবে না, পরিষ্কার ধারণা ছিল : জিএম কাদের প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার ঢাকা উত্তরের রাস্তায় স্প্রে ক্যানন-পানির ভ্যান চিকিৎসার জন্য স্ত্রীসহ আমেরিকায় গেলেন আমির খসরু শাবনূর আপু একজনই, তার মতো কেউ হতে পারবে না: পূজা চেরি গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী আজ তাপমাত্রা আরও বাড়তে পারে কোটি টাকার মাদকসহ সংগীত শিল্পী এনামুল কবির আটক নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৫

ঢালাইয়ের পরদিনই ব্রিজে ফাটল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(চাঁদপুর)প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ঢালাইয়ের পরদিনই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ঢালাই কাজ করার পর শুক্রবার ওই ব্রিজে বড় ধরনের ফাটল দেখা দেয়। এতে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর-ডাটরা সড়কের রাজ নারায়ণ খালের ওপর নির্মিত হচ্ছে এই ব্রিজ। এটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর বাজারের ব্রিজ বলে পরিচিত।

চলতি বছরের শুরুতে বিকল্প কোনো রাস্তা না তৈরি করে এ ব্রিজের কাজ শুরু করেন ঠিকাদার। এতে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে করে ঠিকাদার কাজ দ্রুত করতে গিয়ে কাজে চরম অনিয়ম করেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান জানান, এই ব্রিজ আর চাই না। এখানে নতুন করে ব্রিজ নির্মাণ করা হোক।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, আমরাও চাই ব্রিজটি ভালোভাবে নির্মাণ করা হোক।

স্থানীয়রা জানান, নিম্নমানের সিমেন্ট ব্যবহার করায় ব্রিজটিতে ফাটল ধরেছে। ব্রিজটি ঢালাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বড় বড় কয়েকটি ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ব্রিজটির কাজে ১২০ বস্তা সিমেন্টের মধ্যে মাত্র ৮০ বস্তা সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী রাহাতের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি পাওয়া গেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী প্রকৌশলীকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী প্রকৌশলী মো. জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পানি না দেয়ায় এই ফাটল তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/এস.এ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com