রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

ডিসি সম্মেলন শুরু আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: চার দিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ। সম্মেলন শেষ হবে আগামী ২৯ জুলাই। প্রতি বছর সম্মেলন তিনদিনে শেষ করা হলেও জাতীয় পরিস্থিতি বিবেচনায় এবার তা আরো একদিন বাড়ানো হয়েছে।

রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এবারের সম্মেলনে মূলত দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই গুরুত্ব পাবে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রাধান্য পেতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

আজ সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অধিবেশন চলবে বেলা সোয়া ১১টা পর্যন্ত।

এর পর ১৫ মিনিটের চা বিরতির পর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা হবে। সবশেষে টাইগারস গেটে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের ফটোসেশনের আয়োজন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের ডিসি সম্মেলনে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কার্য অধিবেশন থাকবে ১৮টি।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত ও সমাপনী অধিবেশন দিয়ে বাকি চারটি অধিবেশনের কার্যক্রম সাজানো হয়েছে।

কার্য অধিবেশনগুলোর মধ্যে প্রথম দিন পাঁচটি, দ্বিতীয় দিন আটটি, তৃতীয় দিন দুটি ও শেষ দিনে তিনটি অধিবেশন রাখা হয়েছে।

মোহাম্মদ শফিউল আলম বলেন, সম্প্রতি গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার পর ডিসিদের উদ্দেশে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। বার্তায় স্থানীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটির মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রথম দিন উদ্বোধনী ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা ছাড়াও আরো পাঁচটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে যেসব মন্ত্রণালয় ও কার্যালয়-সংশ্লিষ্ট আলোচনা হবে, সেগুলো হলো-প্রধানমন্ত্রীর কার্যালয়, মুক্তিযুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, শিক্ষা ও প্রাথমিক, গণপূর্ত ও ডাক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

দ্বিতীয় দিন অধিবেশন শুরু হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। প্রথমে ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়, এর পর পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান, শিল্প ও বাণিজ্য, দুর্যোগ ও খাদ্য এবং বিদ্যুত, কৃষি ও পানি, এলজিআরডি এবং পার্বত্য, সড়ক ও সেতু এবং রেলপথ, স্বাস্থ্য ও মহিলা-বিষয়ক মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে।

এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সাক্ষাতের একটি সেশন রাখা হয়েছে।

বৃহস্পতিবার তৃতীয় দিনের কার্য অধিবেশন শুরু হবে বেলা ২টায়। এদিন অধিবেশন হবে দুটি।

অধিবেশনগুলোয় জনপ্রশাসন মন্ত্রণালয়, বিমান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। শুক্রবার চতুর্থ ও শেষ দিনের অধিবেশন শুরু হবে সকাল ৮.৪৫ মিনিটে।

প্রথমে তথ্য ও সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া, এর পর মৎস্য এবং নৌ-পরিবহন, ধর্ম ও আইন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। এর পর সমাপনী অনুষ্ঠান শুরু হবে বেলা ১১.৪৫ মিনিটে।

এবারের সম্মেলনে চারদিনের অধিবেশনে মোট ৩৮টি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ে আলোচনা হবে। এসব আলোচনা থেকে সরকারের বিভিন্ন বিষয়ে কার্যক্রম বাস্তবায়নের নানা দিকনির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com