রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বন্দিদের মুক্তি-আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ পরিবহন ধর্মঘটে যানশূন্য সড়কে দুর্ভোগ চরমে আপিল বিভাগের ২ বেঞ্চে চলবে বিচারকাজ: প্রধান বিচারপতি ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার মে দিবসে সমাবেশ করবে বিএনপি বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ! কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী ফের শেষ মুহূর্তের গোলে অপরাজিত থাকলো লেভারকুসেন নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২ আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে প্রথমবারের মতো ভোটগ্রহণ শেখ জামালের জন্মদিন আজ কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা চীনে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫ থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী

‘জাতির পিতার আকাঙ্ক্ষা পূরণে সবাই কাজ করুন’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষা পূরণই তার একমাত্র প্রতিজ্ঞা।

পিতার সেই আকাঙ্ক্ষা পূরণে তিনি সবাইকে কাজ করার আহ্বান জানান।

আজ বিকেলে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে এই দেশ ২১ বছর শোষিত নির্যাতিত ও নিপীড়িত হয়েছে। আমি সব হারিয়েছি। কিন্তু সব হারাবার বেদনা নিয়েও একটা শক্তি নিয়ে কাজ করি, বড় সন্তান হিসেবে। এই দেশকে নিয়ে, দেশের মানুষগুলোকে নিয়ে। আমার বাবার যে স্বপ্নগুলো ছিল, এই কাজগুলো করলে, দেশের মানুষগুলো ভালো থাকলে, আমার আব্বার আত্মা শান্তি পাবে।’

১৫ আগস্টের হত্যাকাণ্ডের পরের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে নিয়ে শেখ হাসিনা বলেন, ‘শুধুমাত্র একটা আকাঙ্ক্ষা নিয়ে, আর কোনো আকাঙ্ক্ষা আমার নেই, একটাই আকাঙ্ক্ষা- যে মানুষগুলোর জন্য তিনি (বঙ্গবন্ধু) জীবন দিয়ে গেলেন। আমার মা জীবন দিলেন। আমার ভাইয়েরা জীবন দিল। সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করা।’

ধীরে ধীরে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে চলতে হচ্ছে। অনেক আঘাত আসছে। আরো হয়ত আসবে। কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, খুন গ্রেনেড হামলাসহ অনেক কিছুই মোকাবিলা করতে হয়েছে। শুধু একটা সাহস নিয়ে চলি। যে সাহসটা আমার বাবা-মার কাছ থেকে পেয়েছি। মানুষের জন্য কাজ করছি। জনগণের জন্য কাজ করছি। তাদের কল্যাণে কাজ করছি। এখানে কোনো ব্যক্তিস্বার্থ নেই।’

তিনি বলেন, ‘দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তার (বঙ্গবন্ধুর) স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ব। তবেই তার আত্মা শান্তি পাবে। খুনিদের বিচার করেছি। বিচারের রায় কার্যকর হয়েছে। একটাই কাজ দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা।

‘আজকের দিনে সেই প্রতিজ্ঞাই নিচ্ছি। পিতাকে সেই কথাই দিচ্ছি। তার এই দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাবই। তাই আসুন, আমরা সবাই মিলে সেই কাজটিই করি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্টে জন্মদিনের অনুষ্ঠান পালন না করার ঘোষণার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘কালকে দেখলাম উনি জন্মদিন পালন করবেন না। যার জন্মদিন এই তারিখে না শুধু আমাদেরকে আঘাত দেওয়ার জন্য।

‘কালকে শুনলাম উনি করবেন (জন্মদিন উৎযাপন) না। কেউ কেউ আবার এটাকে রাজনৈতিকভাবে তার উদারতা দেখাতে চাচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কী সেটা তো আমি জানি। ১২ আগস্ট তার ছেলে কোকোর জন্মদিন। কাজেই কোকোর জন্মদিন যেহেতু করতে পারবে না, কোকা মারা গেছে। তাই নিজেরটা করবে না। এটা হলো বাস্তব কথা।’

তিনি আরো বলেন, ‘আর এটা তো তার (খালেদা জিয়ার) জন্মদিন না। পাসপোর্টে তার অন্য তারিখ রয়েছে। প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে জীবনবৃত্তান্তে অন্য তারিখ রয়েছে। শুধু বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, আর আমাদের আঘাত দেয়ার জন্য এই দিনটাকে বেছে নিয়েছিল ফূর্তি করার। ১৫ আগস্ট এই দিনটাতে উৎসব করে জানিয়ে দেন খুনিদেরকে যে, তিনি তাদের সাথে সে আছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

সভা যৌথভাবে সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ও অসীম কুমার উকিল।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com