বুধবার, ০১ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস বিকাশ পেমেন্টে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে বাড়ছে লবণাক্ততা, বরগুনায় সুপেয় পানির সংকট মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ মোস্তাফিজের! বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, কয়েক ডজন শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি আজ মে দিবস পেটের দায় ‘দিবস’ বুঝে না বিপিডিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

গরম চা-খিচুড়ি খেয়ে ভোট দিতে আসেন আতিকুল ইসলাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৫ বার পড়া হয়েছে
ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

বাংলা৭১নিউজ,ঢাকা: বৃষ্টির এই দিনে ‘গরম চা আর খিচুড়ি খেয়ে’ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেছেন ডিএনসিসির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার নিজের ভোটটি দেওয়ার পর ভোটারদের এই আহ্বান জানান তিনি। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনে আতিকুল ইসলাম ভোট দেন সকাল ৯টার পর। স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে উত্তরার আজমপুরের নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর ওই ভোটকেন্দ্রেই গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলেন আতিকুল। তিনি বলেন, ‘আজ বৃষ্টি হচ্ছে। আজ ছুটির দিন। তবে আজ কিন্তু ভোটের দিনও। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। এ অধিকার প্রয়োগ করুন।’

ভোট দিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাচ্ছেন আতিকুল ইসলাম। ছবি: দীপু মালাকারভোট দিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাচ্ছেন আতিকুল ইসলাম।

গত দুই দিনের মতো আকাশ আজও মেঘলা। থেমে থেমে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই পরিবেশে ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিজয়ীরা নির্বাচিত হবেন এক বছরের জন্য।

এ নির্বাচনে নিজের বিজয়ে আশাবাদী আতিকুল ইসলামও। অন্য সব কেন্দ্রের মতো তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানেও আজ সকালে ভোটার সংখ্যা ছিল খুব কম। তাই ভোট ভোটারদের প্রতি কেন্দ্রে আসার অনুরোধ শোনা গেল তাঁর কণ্ঠে। আতিক বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই আসেন। গরম চা খেয়ে, গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন’।

ভোটকেন্দ্রের বাইরে কর্মী-সমর্থকদের মাঝে আতিকুল ইসলাম। ছবি: দীপু মালাকারভোটকেন্দ্রের বাইরে কর্মী-সমর্থকদের মাঝে আতিকুল ইসলাম। 

আতিক তাঁকে ভোট দিতেও আহ্বান জানান। বলেন, ‘ঢাকাকে সুন্দরভাবে সাজাতে ভোট চাই। সবার কাছে ভোট চাই। আমার মার্কা হচ্ছে নৌকা। এই নৌকা দেশকে দিয়েছে স্বাধীনতা। লাল সবুজের পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।’

আতিকুল ইসলাম দেশের অগ্রগতির কথাও স্মরণ করিয়ে দেন ভোটারদের। তিনি বলেন, ‘আমরা উন্নয়নের জোয়ারে আছি। দেশের জিডিপি বেড়েছে। দারিদ্র্য কমেছে। ভোট পেয়ে নির্বাচিত হলে গতিময় ঢাকা গড়ব।’

ভোটকেন্দ্রের বাইরে আতিকুল ইসলাম। ছবি: দীপু মালাকারভোটকেন্দ্রের বাইরে আতিকুল ইসলাম। 

এই নির্বাচন বর্জন করেছে বিএনপি। বড় এই দলটি ছাড়া নির্বাচন কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে- এ প্রশ্নের জবাবে আতিকুল বলেন, ‘আরেকটি দল যদি থাকত, অবশ্যই এ নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো। এতে সন্দেহ নেই। আসলে ভালো হতো। তারপরেও কেউ আসুক বা না আসুক, নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচন হবে। এবং আমার বিশ্বাস নৌকার বিজয় হবে।’

ভোটার উপস্থিতির হার কম হওয়ার বিষয়ে আতিকুল বলেন, ‘যেখানে কাউন্সিলদের নির্বাচন হচ্ছে, সেখানে অনেক প্রার্থী আছে। সেখানে অনেক ভোটার আসছে। এখানে কাউন্সিলর নির্বাচন নেই। স্বভাবতই এখানে তুলনামূলকভাবে কম হবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com