রবিবার, ০৫ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

খুলনাকে সহজেই হারিয়ে ঢাকার টানা দ্বিতীয় জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: খুলনা টাইটান্সকে সহজেই হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে টানা দ্বিতীয় জয় পেলো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় সাকিব আল হাসানের ঢাকা। মঙ্গলবার ৮ই জানুয়ারি মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রথমে ব্যাট করে ঢাকা ডায়নামাইটস নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে সাকিব ও সুনীল নারাইনের স্পিন জাদুতে মাত্র ১৩ ওভারে ৮৭ রানে অলআউট হয় খুলনা। ১৯৩ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে খুলনার ব্যাটসম্যানরা।

শুরু থেকেই সাকিব ও নারাইনদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে তারা। সর্বোচ্চ ১৬ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩১ করে সাকিবের বলে প্যাভিলনে ফিরেন জুনায়েদ সিদ্দিকী। ১৯ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক। নাজমুল হোসেন শান্ত ১৩ করলেও দলের বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ঢাকার বোলারদের মধ্যে সাকিব ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। নারাইন ২টি উইকেট পান।

শুভাগত হোম ও মোহর শেখ একটি করে উইকেট দখল করেন। এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ঢাকা। দুই ওপেনার জাজাই ও সুনীল নারাইন ৫.১ ওভারেই ৬৭ রান তুলেন। নারাইন ডেভিড উইসির শিকারে ১৪ বলে ১৯ রান করে বিদায় নেন। তবে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পান জাজাই। পল স্টার্লিংয়ের বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৩টি চার ৫টি ছক্কায় ৫৭ করেন এই আফগান।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ২৮ করেন রনি। এছাড়া ২৭ ও ২৫ করে যথাক্রমে দুই ক্যারিবিয়ান কাইরেন পোলার্ড ও আন্দ্রে রাসেল। শূন্য রানে ফিরেন অধিনায়ক সাকিব আল হাসান। খুলনার স্টার্লিং ও উইসি ২টি করে উইকেট ভাগাভাগি করে নেন। একটি করে উইকেট পান আলী খান ও দলনেতা মাহমুদুল্লাহ।

এর আগে রাজশাহী কিংসকে বড় ব্যবধানে হারিয়ে এই টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে ঢাকা। তবে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায় খুলনা। ফলে নিজেদের শুরুর দুই ম্যাচেই হারের স্বাদ নিলো খুলনা।

বাংলা৭১নিউজ/এমআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com