শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা নাটোরে একজনকে অপহরণের পর উদ্ধার, গ্রেপ্তার ৭ মৃত ব্যক্তির নামে কোরবানি করার বিধান রাজধানীর চার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাজধানীতে গরমে রিকশাচালকের মৃত্যু খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মরিশাসের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক, প্রাথমিক চলবে সাড়ে ১১টা পর্যন্ত সোসিয়েদাদকে হারিয়ে শিরোপা থেকে এক পা দূরত্বে রিয়াল ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ব্রাজিলে আগুনে নিহত অন্তত ১০ বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন শত শত মুসল্লি ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির শাহ আমানতে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক বিএনপির আন্দোলন সফল হবে না, পরিষ্কার ধারণা ছিল : জিএম কাদের প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল ড. কামাল হোসেন-মির্জা ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সহানুভূতিশীল বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রীর মামলায় নথি পড়ে এ বিষয়ে বিএনপিকে ড. কামাল পরামর্শ দেবেন বলেও জানান বিএনপি মহাসচিব।
এই সাক্ষাতের বিষয়ে কিছু গণমাধ্যম সঠিক তথ্য দেয়নি দাবি করে ‘সঠিক তথ্য’ জেনে সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
আজ বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফখরুল। এ সময় মঙ্গলবার ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকের বিষয়টির কথা উল্লেখ করেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়ার জামিনসহ মামলার বিষয় নিয়ে পরামর্শ করতে কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে যান মির্জা ফখরুল এবং বিএনপির কয়েকজন আইনজীবী নেতা। সেখানে মামলার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রথিতযশা আইনজীবী ড. কামাল হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের বলেছেন রায় পড়তে হবে। পড়ে আমি পরামর্শ ও মন্তব্য দেব।’
‘খালেদা জিয়ার প্রতি তার (ড. কামাল) সহানুভূতি থাকবে বলেও আশ্বাস দেন’-বলেন ফখরুল।
বিএনপি নেতা বলেন, ড. কামাল ফিরিয়ে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে বেশ কিছু গণমাধ্যমে। তবে এই খবর সত্য নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু গণমাধ্যম আমার সঙ্গেও কথা বলেনি। আমি আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করব এ বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য দেয়ার জন্য।’
গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন হতে পারত মন্তব্য করে ফখরুল বলেন, ‘জামিন না হওয়ার কোনো কারণ নেই। এখন বলা হচ্ছে ১৫ দিনের মধ্যে (মামলার নথি) পাঠাও। এদিন পাঠাও, সেদিন পাঠাও- এটা সরকারের নীল নকশারই অংশ।’
‘সরকার নীল নকশার অংশ হিসেবে দেশনেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখতে চায়। তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এই উদ্দেশ্য নিয়েই ক্ষমতাসীনরা মামলাগুলো সাজাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com