বুধবার, ০১ মে ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস বিকাশ পেমেন্টে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে বাড়ছে লবণাক্ততা, বরগুনায় সুপেয় পানির সংকট মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ মোস্তাফিজের! বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, কয়েক ডজন শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি আজ মে দিবস পেটের দায় ‘দিবস’ বুঝে না বিপিডিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

ইছামতির বুকে সবুজের সমারোহ : বোরোর বাম্পার ফলনের আশায় কৃষক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলায় শেষ মুহূর্তে বোরো ধান ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। এখন দিনরাতে মাঠে ধান ক্ষেতে পানি, সার, কীটনাশক ও শেষ পর্যায়ে নিড়ানী দিতে তারা ব্যস্ত সময় কাঠাচ্ছেন।

সূত্র জানায়, এ মৌসুমে উপজেলাতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে উপসী জাতের ১৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে ও হাইব্রীড জাতের ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে অর্জিত লক্ষ্যমাত্রা হয়েছে ১৮ হাজার ১ ৫০ হেক্টর জমিতে।

যা গত বছরের চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। গাবতলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছেন এবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এছাড়াও গাবতলী ইছামতি নদীতে জেগে উঠা জমিতে ধান চাষ করা হয়েছে। তবে দিনমজুর সংকট থাকলেও শেষ সময়ে তীব্র রোদে কৃষকরা পুরোদমে ধানের চারাগাছসহ আগাছা পরিষ্কার করছে।

রামেশ্বরপুর আকন্দপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, ধান গাছে সময়মত পানি পাওয়ায় এখন ধানগাছ সবুজবর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান জাহিদ, জাহাঙ্গীর আলম ও ডিএস তনশ্রী জানান, সারের সংকট নেই। ফলে এবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কৃষক বোরো ধান চাষ করেছে।

গাবতলী উপজেলা কৃষি অফিসার আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, ধান চাষে লাভ বেশি। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ ধান গাছের রোগবালাই দমনে কৃষকদের তথ্য ও পরামর্শ দিচ্ছেন। আশা করছি আগামীদিনে বোরো ধান চাষ ও উৎপাদন আরো বাড়বে।

এছাড়াও কৃষক ধানের বাম্পার ফলনের জন্য ক্ষতিকারক পোকা নিধনে আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি ব্যবহার করছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হক মন্ডল জানান, এবছরে ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কৃষকদের নিয়ে কাজ করছেন।

বাংলা৭১নিউজ/বিএমজে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com