রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২ আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে প্রথমবারের মতো ভোটগ্রহণ শেখ জামালের জন্মদিন আজ কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা চীনে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫ থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

‘আর্থিক লাভের চেয়ে দর্শকের ভালোবাসাই আমার কাছে বড়’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা:  একটি সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকসাড়া ভালো পেলে সবচেয়ে বেশি খুশি হন ছবির প্রযোজক। এর পাশাপাশি পরিচালক ও কলাকুশলীরাও আনন্দে ভাসেন। আর দর্শকপ্রিয় সেই ছবির প্রযোজক যদি অভিনেত্রী নিজে হন, তাহলে তো আর কোনো কথাই নেই। বলা হচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা। গত ১৯শে অক্টোবর অনম বিশ্বাস পরিচালিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ মুক্তি পায় দেশের ২৯টি প্রেক্ষাগৃহে। ছবিটি মুক্তির আগেই রাজধানীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘দেবী’র অগ্রিম টিকিট দেদারছে বিক্রির খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর মুক্তির এক সপ্তাহ না গড়াতেই আসে ছবির সফলতার সংবাদ। দর্শক, সমালোচকরা ছবিটি দেখে পছন্দ করেন, সিনেমা হল মালিকরাও এখন পর্যন্ত প্রযোজক জয়া আহসানকে ছবির সেলের সুসংবাদই দিয়ে যাচ্ছেন।

‘দেবী’ ছবিটিতে সরকারি অনুদানের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে এতে লগ্নি করেছেন এ ছবিরই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দেবী’ ছবিটি সাইকোথ্রিলার ঘরানার। এর বিষয় নারীর ওপর সহিংসতা এবং অন্য নারীর মনোজগতে সেই সহিংসতার দুর্বিষহ প্রতিক্রিয়া। ‘দেবী’ মুক্তির পর গত রোববার চট্টগ্রামের আলমাস ও একমাত্র সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে ছুটে যান জয়াসহ এ ছবির টিমের সদস্যরা। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রামের আলমাস ও সিলভার স্ক্রিনে ছবিটি মুক্তি পাওয়ার পর যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে আমি মুগ্ধ।

সবচেয়ে বড় বিষয় সিনেমা হল মালিক, বুকিং এজেন্টরাসহ আমার অনেক ফ্যান ছবিটি দেখে ফোন করেছেন। প্রচুর প্রশংসা ফেসবুকেও প্রতিনিয়ত পাচ্ছি। ছবিটি সিনেমা হল মালিকরা আরো অনেকদিন রাখতে চান। এখনই ছবিটি নামাতে চান না। জয়া আহসান ‘দেবী’ প্রসঙ্গে আরো বলেন, আমরা সিনেমাপ্রেমীরা যে রকম পরিবেশ দেখতে চাই, সেইরকম হল হচ্ছে চট্টগ্রামের সিলভার স্ক্রিন। আার ‘দেবী’র মতো ছবি আমাদের দর্শকদের রুচিও ধীরে ধীরে পাল্টে দেবে বলে আমার বিশ্বাস। দুই-একদিনের মধ্যে যশোর মনিহার সিনেমা হলে যাব আমি। ছবির প্রচারণায় ‘দেবী’র পুরো টিম সেখানে যাবে। এরপর সিলেটে যাওয়ারও পরিকল্পনা রয়েছে আমাদের। সিনেমা হল মালিকরা সব জায়গা থেকে যাওার জন্য দাওয়াত করছেন। তাদের নিমন্ত্রণ পেয়ে আমারও ভালো লাগছে। চারদিকে বলাবলি হচ্ছে, ছবিটি মুক্তি পাওয়ার পরপরই লাভের টাকা তুলে ফেলেছেন জয়া আহসান।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবিটি জাজ মাল্টিমিডিয়া পরিবেশনা করছে। জাজের চেয়ারম্যান আবদুল আজিজ ভাই বলেছেন, মুক্তির চারদিনের মধ্যেই আমার ছবি নাকি লাভের মুখ দেখেছে। যথেষ্ট সহযোগিতা করছে জাজ। আর মাল্টিপ্লেক্সের দর্শক বাদেও সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও ছবিটি গ্রহণ করেছে। এটাই বা কম কিসে? আর আর্থিক লাভের চেয়ে দর্শকের ভালোবাসাই আমার কাছে বড়।

অনম বিশ্বাস পরিচালিত এ ছবিটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমূখ। ছবিটি দেশের বাইরে কোথায় কোথায় মুক্তি পাবে জানতে চাইলে জয়া আহসান বলেন, আসছে ৯ই নভেম্বর আমেরিকা আর ১৮ই নভেম্বর অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে। ভারত থেকেও অনেক ফোনকল পাচ্ছি। কিন্তু ভারতে ছবিটি মুক্তি দিতে কিছু জটিলতা তো আছে। সেই জটিলতা কাটিয়ে উঠতে পারলে সে দেশেও ছবিটি মুক্তি দিতে চান জয়া আহসান। এদিকে নতুন ছবির প্রস্তাবও পেয়েছেন জয়া। তবে নতুন ছবিতে কবে থেকে আবার কাজ করতে দেখা যাবে তাকে সে বিষয়ে তেমন কিছু বলেননি জয়া। শুধু জানালেন, ভালো পরিচালক ও ভালো গল্প পাওয়ার পর সবকিছু ঠিক থাকলে আবারো নতুন ছবির কাজ শুরু করবেন।

বাংলা৭১নিউজ/এস এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com