রবিবার, ২৬ মে ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার ঘূর্ণিঝড় রিমাল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা! ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনের জেরে বাড়িওয়ালাকে কুপিয়ে খুন সন্ধ্যা ৬টা থেকে উপকূল অতিক্রম করতে পারে রিমাল মাগুরায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৯ ঘূর্ণিঝড় রেমাল: বাগেরহাটে নদ-নদীর পানি বৃদ্ধি সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: মির্জা আব্বাস ‘দেশে দখলদারিত্বের রাজনীতি চলছে’ জুনেই পাওয়া যাবে আইএমএফের তৃতীয় কিস্তির টাকা: অর্থমন্ত্রী চট্টগ্রামে প্রস্তুত ১৯৩৪ আশ্রয়কেন্দ্র, ২৯৫ মেডিকেল টিম ইউনূসের বিরুদ্ধে সাড়ে ৯ কোটি টাকা অবৈধ ঋণ দেওয়ার অভিযোগ দুদকে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আইনমন্ত্রী ঘূর্ণিঝড় রিমাল: অতি ভারী বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ঢাকায় অপসাংবাদিকতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান সেতুমন্ত্রীর গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বিএনপি মহাসচিবের বাণী সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত কানাডায় ইহুদি স্কুলে বন্দুক হামলা রেমালের প্রস্তুতি দেখতে সিপিপি পরিদর্শনে যাবেন প্রতিমন্ত্রী

১৪ উপজেলা ও চার পৌরসভায় ভোট গ্রহণ চলছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের ১৪টি উপজেলা পরিষদ এবং চারটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে।

আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

১৪ উপজেলার মধ্যে তিন উপজেলায় সাধারণ এবং বাকিগুলোয় উপনির্বাচন চলেছে। দুই ধরনের নির্বাচনই হচ্ছে দলীয় প্রতীকে। এতে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির প্রার্থীরাও অংশ নিচ্ছেন।

খান মো. নূরল হুদার নেতৃত্বে নতুন কমিশনের অধীনে এটিই একদিনে বেশিসংখ্যক এলাকায় নির্বাচন হচ্ছে।

এদিকে যে কোনো মূল্যে এ নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ্। তিনি বলেছেন, এ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ৯ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসি বৈঠক করবে বলেও জানান তিনি।

ইসির তথ্য অনুযায়ী, সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন হচ্ছে। এ তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছে।

এছাড়া বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লা আদর্শ সদর, পাবনার সুজানগর, নাটোরের বড়াইগ্রাম এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদে শুধু চেয়ারম্যান পদে ভোট চলছে। ভাইস চেয়ারম্যান পদে নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। পাবনার ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে।

এসব নির্বাচনে সর্বোচ্চ ১১ জন প্রার্থী রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে। গুইমারায় ৯ জন ও ওসামানীনগরে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি উপজেলায় ২-৩ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া যে চারটি পৌরসভায় উপনির্বাচন হচ্ছে সেগুলো হচ্ছে- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ।

নির্বাচনের প্রস্তুতির নিয়ে রোববার নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত কমিশনকে অনেক অভিযুক্ত করেছে মিডয়া।

তাই কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এজন্য পাঁচ নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকায় গিয়ে আইনশৃংখলা সংক্রান্ত বৈঠক করেছেন।

তিনি বলেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন তা সবই করা হয়েছে। নির্বাচনী এলাকায় এরই মধ্যে ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। ভোটের আগের রাতে ভোট যাতে কারচুপি না হয়, সেই নির্দেশনা দেয়া হয়েছে।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করা হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের অভিযোগ আমলে নেয়া হচ্ছে না, এ কথাটা ঠিক না। তবে যত অভিযোগ আসছে, এর মধ্যে আমলে নেয়ার মতো একটি অভিযোগ রয়েছে। সেটা নিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

আইনশৃংখলা সংক্রান্ত বৈঠক : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ৯ মার্চ আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে পুরো কমিশন। ওই বৈঠকে প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসন সুনামগঞ্জ-২ ও এমপি লিটনের শূন্য আসন গাইবান্ধা-১ উপনির্বাচন নিয়েও আলোচনা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছায়ের শেষ দিন ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। আর ভোট গ্রহণ হবে ৩০ মার্চ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com