বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মুলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে বিশ্ব যক্ষ্মা দিবস-২০১৮ উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সরকারী স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসুচীর যৌথ উদ্যোগে এক বর্নাঢ্য র্যা লি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যা লী শেষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিব বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ম্যানেজার উজ্জল কুমার সরকার। স্বাস্থ্য পরির্দশক জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস