বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী কাল (২৯মার্চ) বৃহস্পতিবার। নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৬৩টি কেন্দ্রের নির্বাচনী মালামাল আজ ২৮মার্চ বিকেল ৩টার সময় নকলা উপজেলা পরিষদ হলরুম থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেয়া হয়।
এখানে বিএনপি নেতা মাহবুব আলী মুনির চৌধুরীর মৃত্যুতে এ উপজেলার চেয়ারম্যান পদটি শুন্য হয়। কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে না এবং সরকারী দলের নেতাকর্মীদের হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাড়ায় বিএনপি।
পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ, কে, এম মাহবুবুল আলম দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে এবং নকলা উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম-সম্পাদক শাহ্ মো: বোরহান উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এতে দলের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।
সরকারী দলের দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হওয়ায় প্রশাসন ও নির্বাচন কমিশনও নির্বাচনকে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে। এক হাজারেরও বেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে এ নির্বাচনে।
এবিষয়ে জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিন জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে আমরা সবধরেনের ব্যবস্থা নিয়েছি।
বাংলা৭১নিউজ/জেএস