বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মিড ডে মিল চালুকরার লক্ষে ২৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বরে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোঃ মাসুমুর রহমান, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী অফিসারের সহধর্মনি মারিয়া জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম ফারুক,জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল ,শিক্ষক রেজাউল করিম রেজা, আশ্রারফ আলী প্রমুখ।
এর আগে বাউফল উপজেলা ভিক্ষুক মুক্ত কর্মসূচীর উদ্বোধণ করেন চীফ হুইপ আসম ফিরোজ এমপি। এসময় ৯জন ভিক্ষুককে অটোরিক্সা ও গাভী প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস