মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজিজ-বেনজীর কাদের সৃষ্টি, প্রশ্ন ফখরুলের মোবাইলের পাশাপাশি ল্যান্ডফোনে গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজধানীর ১৮ ওয়ার্ড ঢাকার ট্রাফিক সমস্যা দূর করতে কাজ করছে ডিএমপি : জাইকা ট্রেনের ফিরতি যাত্রার আসন বিক্রি শুরু ১০ জুন অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁস, মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী রাজধানীতে ঝড়-বৃষ্টি-বাতাস, বিদ্যুৎস্পৃষ্টে ৩ মৃত্যু ঝড়ের রাতে প্রবাসীর বাড়িতে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা বেনজীর, স্ত্রী ও মেয়ের বিও হিসাব অবরুদ্ধ এবি ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ৫ আগস্ট উপজেলা ভোট : আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন ঝড়ে উদ্ধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত ছাড়াল ৩৬০০০ জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে, ঢাকায় ২২৪ মিলিমিটার দেড়লাখ মানুষ পানিবন্দি, ভেসে গেছে হরিণসহ দুই হাজারের বেশি পশু চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা

শাহজাদপুরে শোকাবহ পরিবেশে সাংবাদিক শিমুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে শোকাবহ পরিবেশে পালিত হয়েছে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম মৃত্যুবার্ষিকী।
বিচার দাবীর পাশাপাশি নিহত সহকর্মীকে স্মরণ করতে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা শোক র্যালী, মানববন্ধন ও স্মরণ সভা করেছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে কালো ব্যাজ ধারণ করেন সাংবাদিকরা। সকাল সাড়ে ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনে থেকে এক শোকর্যালী বের করা হয়।
এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, বগুড়া ব্যুরো প্রধান মোহন আকন্দ, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার উপদেষ্টা সরিফ মাসুদ, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিসহ সিরাজগঞ্জ ও শাহজাদপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
27658689_1651578978262094_143018710_n
বিকেলে প্রেসক্লাবের উদ্যোগে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ণ ফোরাম এবং শাহজাদপুর রিপোর্টারস ক্লাবের কর্মসূচি : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ণ ফোরাম এবং শাহজাদপুর রিপোর্টারস ক্লাব যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় দরগাহপাড়া মখদুমিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল, সকাল ১০ টায় শোক র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মরত সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে রিপোটার্স ক্লাবের সভাপতি আতাউর রহমাম পিন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাই টিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান, চ্যানেল ৭১ এর জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, মানব জমিনের জেলা প্রতিনিধি ইসরাইল বাবু, শাহজাদপুর রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি লাইফ হাসান চৌধুরি, সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি আল- আমিন হোসেন, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ন সম্পাদক মামুন রানা, সাংবাদিক আঃ কুদ্দুস, সাংবাদিক মামুন বিশ্বাস প্রমুখ।
27658813_1650836785002980_706772614_n
এছারাও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ফরিদ আহমেদ চঞ্চল, সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক রাসেল সরকার, সাংবাদিক ফারুক হাসান কাহার, সাংবাদিক বাবুল চোধুরি, সাংবাদিক হান্নান, রাজীব রাসেল প্রমুখ। বক্তারা চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান ও হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। সমাবেশ শেষে আঃ হাকিম শিমুলের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং নিহতের বিদ্বেহী আত্বার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয় আজকের কর্মসূচি শুধুমাত্র সাংবাদিকবৃন্দই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারী শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিতে আহত সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার খাতুন। মামলার প্রধান আসামী বহিস্কৃত পৌর মেয়র হালিমুল হক মিরু এ মামলায় প্রায় এক বছর ধরে কারাবন্দি রয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com