ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক ব্যবসা না করার শপথ নিলেন ৫ মাদক ব্যবসায়ী।
রবিবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে টুংটুঙ্গির চর গ্রামে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে তারা এ শপথ গ্রহন করেন। শপথকারীরা হলেন,টুংটুঙ্গির চরের সোলজার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রহিদুল হক, একই গ্রামের মতিন মিয়ার ছেলে আলেপ উদ্দিন, কলিমুদ্দিন ভেল্টুর ছেলে মাহাবুল হক, ফজলে রহমানের ছেলে নুরজামাল হক ও মৃত আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ হারুন। সমাবেশে ওই এলাকার বাসিন্দা সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিমুলবাড়ী ইউপ চেয়ারম্যান মোঃ এজাহার আলী।
বিশেষ অতিথি ছিলেন পাশ^বর্তি লালমনিরহাট জেলার কুলাঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এ সময় সাংবাদিক আব্দুল আজিজ মজনু. ইউপি সদস্য মোঃ জমশেদ আলী, মোসলেম উদ্দিন বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস