বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ বটমুল চত্ত্বরে শেষ হয়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রমুখ।
এর আগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস