বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের বোদায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝলইশালশিরি ইউনিয়ন নিয়ে পঞ্চগড় জেলায় শেষ হয়। জাকজমকপুর্ণ শোভাযাত্রাটিতে ১০টি ট্রাক, একাধিক পিকঅ্যাপ ভ্যান, কার, মাইক্রো যোগে বিভিন্ন উন্নয়নমুলক প্রদর্শনী ব্যানারে ফেস্টুনে ভরপুর ছিল। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান সুফিউল্লাহ সুফি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা থানার অফিসর ইনচাজ এ,কে,এম নুরুল ইসলাম নেতৃত্ব দেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি ও বে-সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস