বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা বৈশাখ শনিবার তেতুঁলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এ.এফ.এম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ প্রমুখ।
স্থানীয় যুব সমাজের ব্যানারে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় মোট ৭টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে নগদ ১০ হাজার টাকা পুরস্কার পায় মনিরুল ইসলাম ও তার দল। এছাড়াও প্রত্যেক দলকেই সান্তনা পুরস্কার হিসেবে নগদ টাকা প্রদান করা হয়। প্রায় ৪ কিলোমিটার জুড়ে তেতুঁলিয়া নদীর তীরে বসে কয়েক হাজার উৎসুক মানুষ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।
বাংলা৭১নিউজ/জেএস