বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে পু®পস্তবক অর্পণ করে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় সহ¯্রাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে একযোগে জাতীয় সংগীত পাঠ করেন।
পরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া ও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অণুপ্রানিত করার লক্ষে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোঃ আবু সুফিয়ান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক, সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় অফিসার কামরুল হাসান একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস