শুক্রবার, ২৪ মে ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

ফুটবলে মাতোয়ারা বিশ্ব, বোট-বিহারে ব্যস্ত ফরাসি ফুটবলার জিদান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ফুটবলে মাতোয়ারা হয়ে রয়েছে বিশ্ব৷খুব বড় ফুটবল ফ্যান নন এমন ব্যাক্তিও দিনের একটা সময় চোখ রাখছেন টিভির পর্দায়৷ কারণ আর কিছুই নয় রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল৷এই আসরে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স৷

কিন্তু এসবের থেকে সন্ন্যাস নিয়ে অনেকটা দূরে সময় কাটাচ্ছেন ফরাসি কিংবদন্তি ফুটবল৷ তখা প্রাক্তন ফরাসি মিডফিল্ডার জিনেদিন জিদান৷ বিশ্বকাপ চলাকালীন ফুটবল থেকে সরে স্পেনের ইবিজা দ্বীপের এক বিলাসবহুল ইয়র্টে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে দেখা গেল জিদানকে৷ ইয়র্টে স্ত্রীর সঙ্গে রৌদ্রস্নানরত অবস্থায় খোস মেজাজে দেখা যায় কিংবদন্তি ফুটবলারকে৷সান বাথ নেওয়ার সময় স্ত্রীকে সানস-ক্রিম মাখিয়ে দিয়ে সাহায্যও করেন জিদান৷

ফুটবল বিশ্বকাপ এবং জিদানের সঙ্গে জড়িয়ে রয়েছে এক মজার বিতর্কিত ঘটনা৷যা এত বছরও ফুটবলপ্রেমীরা জিদানের নামের সঙ্গেই মনে করেন৷ ২০০৬ বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ইতালি এবং ফ্রান্স৷ ফাইনালে বচসার দরুন ইতালির সেন্টার ব্যাক মার্কো মাতেরাজিকে মাথা দিয়ে গুঁতিয়ে মাঠে পেলে দিয়েছিলেন জিদান৷ পুরো ঘটনা ঘটেছিল ফাইনাল ম্যাচ চলাকালীন৷লাল কার্ড দেখে মাঠে ছেড়েছিলেন জিদান৷ আর বিশ্বকাপ জিতেছিল ইতালি৷

জাতীয় দলে অবসর নেওয়ার পর বিখ্যাত স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদের কোচ হয়েছিলেন জিদান৷ গত মাসে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের চার দিনের মাথায় কোচের দায়িত্ব ছাড়েন তিনি৷ ক্লাবকে টানা তিনবার ইউরোপ সেরা খেতাব এনে দিয়েছেন প্রাক্তন ফরাসি অধিনায়ক৷

হঠাৎ করে জিদানের কোচিং অবসরে হতবাক হয়েছিল ফুটবলবিশ্ব৷ তাঁর সাংবাদিক বৈঠক ডাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ কিন্তু তিনি যে কোচের দায়িত্ব ছাড়বেন সে কথা আঁচ করতে পারেননি কেউ৷ সবাইকে অবাক করেই সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ৷

সংবাদিক বৈঠকে এসে জিদান জানিয়েছিলেন, ‘আমার মনে হয়, ক্লাব, দল এবং নিজের কাছে দায়িত্ব ছাড়ার এটাই সেরা সময়৷ এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও আমার কাছে এর গুরুত্ব দারুণ৷’

পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই ফুটবল থেকে বিরতি নিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি অধিনায়ক৷ তবে এটিই যে ফুটবল থেকে অবসর নয় জিদানের ছোট বিরতি মাত্র সে বিষয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই৷ কারণ ইতিমধ্যেই বিশ্বকাপের পর ফরাসি জাতীয় দলের কোচ হওয়ার তালিকায় উঠে এসেছে জিদানের নাম৷

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com