বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: বাউফল থানার কনষ্টেবল আবুল হোসেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। পৌরশহরের ৮ নং ওয়ার্ডের মজিদ হাওলাদারের ছেলে হারুন অর রশিদ প্রতিকার চেয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনষ্টেবল আবুল হোসেন প্রভাব খাটিয়ে নাজিরপুর মৌজার জেএল ৮৬, খতিয়ান-৬২৪ এবং ৩৮১৭ দাগের জমি দখল করেছেন। ওই জমি হারুন অর রশিদ ৩০ বছর পর্যন্ত ভোগ দখল করছেন। হারুন অর রশিদ এ প্রসঙ্গে বলেন, বিষয়টি বাউফল থানার ওসিকে অবহিত করার পর তিনি কর্ণপাত করেননি।
এরপর আবুল হোসেন আমাকে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ধামকি দিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, আমি কারও জমি দখল করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস