বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট কার্ড পেলেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে: ড. সালেহ উদ্দিন অসুস্থ শাহরুখ, যা জানালেন জুহি চাওলা নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে? ঢাকায় আসছে ভারতীয় পুলিশের স্পেশাল টিম রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল প্রাণসহ ২০ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের ‘তুচ্ছ বিষয়ে মামলা না করতে পরামর্শ দিন’ শ্বাসরোধ করে হত্যা করা হয় এমপি আনারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে অনুরোধ বিরোধীদলীয় নেতার ইব্রাহিম রাইসির দাফন আজ, শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ড. ইউনূসের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর

নীলফামারীতে ”ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্প”

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,নীলফামারী প্রতিনিধি: আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন যৌথভাবে সমগ্র বাংলাদেশ ব্যাপি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায়  ১৩ নভেম্বর জলঢাকার কৈমারী ইউনিয়নে কৈমারী স্কুল এন্ড কলেজে একটি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পের উদ্দেশ্য ছিল, যে সকল সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যাতে কোন মানুষই অন্ধ হয়ে না যায়।

উক্ত ক্যাম্পে মোট ৫৩০ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৯৫ জন ছানি রোগী, ১৬৭ জন চশমার রোগী সনাক্ত করা হয় এবং ১১৩ জন রোগীকে ক্যাম্প হতে চশমা প্রদান করা হয়। পরবর্তী দিনে তাদের ছানি অপারেশন ও অবশিষ্ট চশমা আগামী সপ্তাহে প্রদান করা হবে। ৩৮৯ জন রোগীকে ক্যাম্প হতে ঔষধ প্রদান করা হয়।

ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, ফারাজের স্বরনে চক্ষু ক্যাম্পেরউদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের সহযোগিতা করা কতটা জরুরী।

জনাব মোঃ সুজাউদ্দৌলা, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, নীলফামারি উক্ত ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।

উক্ত অনুষ্ঠানে এ জেড সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জলঢাকা; রেজাউল হক বাবু, ইউপি চেয়্যারম্যান, কৈমারী ইউনিয়ন, চঞ্চল কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষা অফিসার, জলঢাকা, জামাল নাসের রোমেল, প্রোগ্রাম ম্যানেজার, আরএসসি; জনাব হুমায়ন কবীর, প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার আরএসসি, জনাব সাঈদ রহমান, এরিয়া ম্যানেজার, নীলফামারি, আরএসসি, মোঃ মহাসিন, হেল্থ এ্যাসিস্ট্যান্ট আরএসসি সহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যাম্পে উপস্থিত ছিলেন।

মরিয়ম চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ডাক্তার উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com