শুক্রবার, ২৪ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

দেশ ও জাতির সেবায় নিজেদের সম্পৃক্ত করতে হবে- মিল্কভিটার ভাইস চেয়ারম্যান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : “তোমরা লেখাপড়া শিখে বড় হয়ে সচিব হবে, পিপি হবে, ডাক্তার ও প্রকৌশলী হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। নবীনেরা বড়দের অনুসরণ করবে। তোমাদের সবার জন্য শুভকামনা।”  শনিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম অঞ্চল গালা ইউনিয়নের দুগালী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ‘২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু উপরোক্ত কথাগুলো বলেছেন। ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু। বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ নারী ও শিশু স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শহীদুল ইসলাম ও তার সহধর্মিনী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা, মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, গালা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন, শাহজাদপুর পৌর যুবলীগ আহবায়ক আবু শামীম সূর্য্য প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবু দাউদ। বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ নারী ও শিশু স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শহীদুল ইসলাম বলেন,“এ স্কুল ও কলেজের ছাত্ররা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। এখনও এ প্রতিষ্ঠানের অনেক ছাত্র-ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তোমরা তাদের অনুসরণ করবে।” সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “এ অনুষ্ঠানে যোগদান করে প্রায় ৩০ বছর আগে চলে গেছি। তোমাদের দেখে আমারও ছাত্রজীবনের কথা মনে পড়ে গেলো। তোমরা ভবিষ্যতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে।”

এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদও জানান তিনি। জানা গেছে, আলোচনা শেষে ওই স্কুল এন্ড কলেজের ৭৮ জন এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, ফুল ও ডিকশোনারী তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ১’শ ৮০ জন ছাত্র-ছাত্রীদেরও বরণ করে নেয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী, পাবনা ও স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি জেলার শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকা সিরাজগঞ্জ কন্ঠ ডটকমের উদ্যোগে শাহজাদপুরের দুগালী আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, অনন্ত কুমার শীল, নজির হোসেনসহ শত শত ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com