বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট কার্ড পেলেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে: ড. সালেহ উদ্দিন অসুস্থ শাহরুখ, যা জানালেন জুহি চাওলা নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে?

ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আজ সকাল ৮টা থেকে ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

অগ্রিম টিকিট নিতে রোববার গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন তারা।

রোববার রাতে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, কয়েকশ মানুষ অগ্রিম টিকিটের জন্য জড়ো হয়েছেন। এ সময় লোকজন শুয়ে কিংবা বসে আবার কয়েকজন একত্র হয়ে তাস খেলে সময় পার করছেন।

স্টেশনে কথা হল রাজধানীর শ্যামলী থেকে টিকিট নিতে আসা নেওয়াজ শরীফের সঙ্গে। আগামী ৭ সেপ্টেম্বর চট্রগ্রামে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। তাস খেলা অবস্থায়ই তিনি বলেন, ‘গত ৩/৪ বছর এভাবেই রাত জেগে টিকিট কিনেছি। কষ্ট হলেও টিকিট পাওয়ার পর সব কিছু যেন ভুলে যাই। তখন থেকেই যেন মনের ভেতর ঈদ আনন্দ শুরু হয়ে যায়।’

একই দিনের সুর্বণা এক্সপ্রেসের টিকিটের জন্য ৪ নম্বর লাইনে ছিলেন হাজারীবাগের মন্নাফ করিম। তিনি বলেন, ‘পরিবারের অন্য কেউ নেই যে এভাবে টিকিট কিনবে। এ কারণে নিজেই এসেছি।’

নেওয়াজ, মন্নাফের মতো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কমলাপুর রেলস্টেশন ছুটে এসেছেন টিকিট সংগ্রহ করতে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘প্রতিদিন ২১ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আজ ৭ তারিখের টিকিট দেওয়া হবে। ৩৪টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে বিভিন্ন লোকাল ট্রেনের টিকিট তো আছেই। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।’

রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচর্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘কোনো ধরনের কালোবাজারি হচ্ছে কিনা, তা নজরদারি করতে পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দরা সার্বক্ষণিক কাজ করছেন।’

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com