শুক্রবার, ২৪ মে ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

ছোটমনিরা দেশের সুপারহিরো- তথ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কুষ্টিয়া প্রতিনিধি: গণপরিবহনের অনিয়ম দেখিয়ে আন্দোলনরত ছোটমনিরা দেশের সুপারহিরোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, কোমলমতি শিক্ষার্থীরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসম্ভবকে কীভাবে সম্ভব করতে হয়। ছোটদের কাছ থেকেও বড়দের অনেক শেখার আছে। ছোটমনিরা সুপারহিরো, তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়।

তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ৯ দফা সরকার মেনে নিয়েছে। তাদের সব দাবি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে। কেননা বাকি কাজটুকু সরকার করবে। তোমরা যে পথ দেখিয়েছ সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।

ইনু বলেন, নিরাপদ সড়ক আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন নয় বা সরকারবিরোধী আন্দোলনও নয়। ছোটমনিদের প্রশংসনীয় কাজটা সরকার আমলে নিয়েছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু ছোটমনিদের পক্ষেই আছে, সেহেতু তারা এ কয়দিন শান্তিতে রাস্তায় আছে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতিরোধক, ফুটওভার সেতু, আন্ডারপাস তৈরি করার জন্য সেনাবাহিনীকে তড়িৎ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে।’ বিএনপির সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে ইনু বলেন, এ ঘটনা একজন ড্রাইভার ঘটিয়েছে। এর সঙ্গে সরকারের কোনো হাত নেই। সরকার প্রথম দিনেই এর প্রদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ড্রাইভার গ্রেফতার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

তথ্যমন্ত্রী বলেন, যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোঠা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে, তারা দেশের শান্তি চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপিসহ অনেকেই এ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছেন। নাক গলিয়ে লাভ হবে না। সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com