বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিরামপুর প্রেস ক্লাব।
আজ দুপুরে বিরামপুর প্রেসক্লাব চত্তরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনের কেক কেটে শুভ সূচনা করেন।
প্রধান অতিথি বলেন এ দেশে দুর্নীতির আর কোন সুযোগ নেই। কেননা প্রতিটি ক্ষেত্রেই সাংবাদিকদের সুলিখনীর চর্চা অব্যাহত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমানসহ সাংবাদিক বৃন্দ ও এলাকার সুধীজন।
বাংলা৭১নিউজ/জেএস