বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের বাণিজ্যকেন্দ্র কালাইয়া হাট এক মাসের জন্য ইজারা প্রদান করা হয়েছে। রবিবার কালাইয়া ইউনিয়ন ভূমি অফিসে উম্মুক্ত ডাকে অংশ নিয়ে হাটের ইজারা পেয়েছেন ফিরোজ হাওলাদার নামের এক ব্যবসায়ী। মোট ৬ জন ব্যবসায়ী ওই উম্মুক্ত ডাকে অংশ নিয়েছেন।
এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ লাখ টাকায় ফিরোজ হাওলাদার হাটের ইজারা পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলা ১৪২৫ সালের জন্য উপজেলা হাট বাজার ব্যবস্থাপণা কমিটি কালাইয়া হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করেন। এতে পটুয়াখালী জেলা আইণজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম ১ কোটি ৬০ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটের ইজারা পান।
কিন্তু ২য় সর্বোচ্চ দরদাতা ফয়সাল আহমেদ মনির মোল্লা ইজারা প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। ওই রিট আবেদনের শুনানী শেষে হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ৩ মাসের জন্য ইজারা প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন। তাই কোর্টের চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত সরকারিভাবে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। কালাইয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফ আলী বলেন, আমরা আগামী একমাসের (বৈশাখ মাস) জন্য উম্মুক্ত ডাক দিয়ে হাটের ইজারা প্রদান করেছি। এর মধ্যে মহামান্য আদালতের আদেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস