মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

এই ৭ অভ্যাসের পুরুষকে বিয়ে করলেই বিপদ!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

নারী-পুরুষ উভয়ের মধ্যেই অভ্যাসগত অমিল থাকতে পারেন। আমাদের সবারই কোনো না কোনো সমস্যা থাকে। কেউই নিখুঁত নই। তাই মিস্টার রাইটকে খুঁজে পাওয়া বেশ কঠিন।

যদি আপনি পছন্দের সঙ্গীকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই তার অভ্যাসগুলো সম্পর্কে আগে থেকে জেনে নেবেন। আপনার পুরুষ সঙ্গীর মধ্যে যদি এই ৭ অভ্যাস দেখেন, তাহলে তাকে বিয়ে না করাই উত্তম। জেনে নিন কোন অভ্যাসগুলো-

>> প্রতিশ্রুতি ভাঙার অভ্যাস থাকে যাদের মধ্যে, তারা কখনো দায়িত্বশীল হন না। এমন প্রকৃতির মানুষেরা বেশ সাংঘাতিক হন। একবার বা দুইবার নয় বারবার যদি পুরুষ সঙ্গী প্রতিশ্রুতি ভাঙেন, তাহলে তার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখবেন না। এই ধরনের লোকেরা মানুষকে বেশ সহজেই বোকা বানাতে পারেন।

>> নিয়ন্ত্রণ করার মনোভাব অনেক নারী-পুরুষের মধ্যেই থাকে। তবে পুরুষ সঙ্গী যদি আপনার উপর বেশি খবরদারি চালায় যেমন- এটা খাও, ওটা পরো, এভাবে হাঁটো, কোথায় তুমি? ইত্যাদি প্রশ্নের বারবার মুখোমুখি হলে বুঝতে হবে তিনি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। ভবিষ্যতে এমন ব্যক্তির সঙ্গে সংসার করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠবে।

>> একটি সম্পর্কে থাকাকালীন নারী-পুরুষ দু’জনই একে অন্যকে গিফট দেন কিংবা বিভিন্ন সমস্যায় আর্থিক সাহায্যে এগিয়ে যান। তবে পুরুষ সঙ্গী যদি আপনার কাছ থেকেই এটা সেটা নেওয়া আবদার করেন সব সময় তাহলে বুঝতে হবে তিনি স্বার্থপর। এমন মানুষেরা আপনার প্রয়োজন এড়িয়ে যাবে।

>> অনেকেই আছেন যারা একই ভুল বারবার করেন ও সরি বলেন। এমন পুরুষকে কখনো বিয়ে করা উচিত নয়। একদিন বড় ধরনের অপরাধ করেও এমন ব্যক্তিরা সরি বলতে পারেন। যা মোটেও গ্রহণযোগ্য নয়।

>> আপনার পছন্দের পুরুষ কি আপনার মতামতকে মূল্য দেয়? যদিও আপনার মতামত সব সময় তার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তবে অনেক পুরুষ আছেন যারা নারীকে মূল্যায়ন করেন না। তারা অনেকটা ডমিনেটিং হন। যদি দেখেন আপনি তার কাছে মূল্যায়ন পাচ্ছেন না তাহলে তাকে বিয়ের কথা ভাববেন না।

>> পৃথিবীতে অনেক প্যাথলজিকাল মিথ্যাবাদী আছে। একটি বা দুটি বিষয়ে মিথ্যা বলতেই পারে, তাই বলে যদি দিনের পর দিন আপনাকে মিথ্যা বলে আসে, আর তা যদি আপনি টের পান তাহলে তার কাছ থেকে কেটে পড়ুন।

>> সঙ্গীর সঙ্গে সময় কাটানো সবার জন্যই আনন্দের। তবে আপনার পুরুষ সঙ্গী যদি সব সময় তার সঙ্গে সময় কাটানো কিংবা ফোনে কথা বলার জন্য চাপ প্রয়োগ করে, তাহলে বিষয়টি নিয়ে ভাবুন। কারণ সবারই পরিবার আছে, মা-বাবা, ভাই-বোন সবাইকে সময় দেওয়া প্রয়োজন।

পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয় নিয়ে যদি আপনার সঙ্গী বিরক্তবোধ করেন, তার অর্থ হলো তিনি পরিবারের প্রতি দায়িত্বশীল নন। এমন ব্যক্তিকে নিয়ে আপনি কি ভবিষ্যত কাটানোর কথা ভাববেন?

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/এমকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com