বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার বিকালে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের দরুণবালী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ বদরুল আলম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ নাজমুল হাসান জানান, আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের জিন্নত আলীর পুত্র বদরুল আলম চাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে দরুণবালী থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এর আগেও ৫ শত পিস ইয়াবাসহ বদরুলকে আটক করে মামলা দেয়া হয়। জামিনে বেড়িয়ে গিয়ে সে পূনরায় মাদক ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস