বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন।
জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা জানান, চলতি বছরের ১৩ জানুয়ারি তেতুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুরাদ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যাওয়ায় এখানে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তেতুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপ নির্বাচনে সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৭ শত ৯৪ জন নারী-পুুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপ-নির্বাচনে গত ইউপি নির্বাচনে বিএনপি’র ধানের শীষ নিয়ে হেরে যাওয়া আবুল কালাম আজাদ এবার আওয়ামী লীগের নৌকা নিয়ে প্রার্থী হয়েছেন। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে করছেন প্রয়াত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মুরাদের স্ত্রী সামিনা সুলতানা।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, উপ-নির্বাচন যাতে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য প্রয়োজনীয় আইন শৃংখলা বাহিনী মোতায়েন সহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস