শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উপদেষ্টার বিবৃতির প্রতিবাদ, গণছুটি কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত আল্লাহর কাছে দোয়া করেন যেন জাকসু নির্বাচনটাও সুষ্ঠু হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬ ৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের উপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশ : আলী রীয়াজ জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরীফ

মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ড. ইউনূস

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হারমনি পুরস্কার ২০২৫’-এ ভূষিত করেছেন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়।

পুরস্কার অনুষ্ঠানের আগে রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

পুরস্কার গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি এক অসাধারণ পুরস্কার।’ তিনি বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য রাজাকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ‘এটি প্রমাণ করে যে আমরা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে যে কাজ করেছি, সেটিই মহামান্য রাজা যে মূল্যবোধ ধারণ করেন, তারই প্রতিফলন।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এই পুরস্কার আমাদের আদর্শ ও উদ্দেশ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার এক অসাধারণ উপায়। এটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নের দেশ গড়ে তোলার অনুপ্রেরণা দেবে।’

প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্রিটিশ রাজা চার্লস ড. ইউনূসের কাজের অনুরাগী। তার কাজগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচনে সামাজিক ব্যবসার প্রচারণা ও সভ্যতাকে আত্ম-ধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের জন্য তার প্রচারণামূলক কাজ।

তিনি বলেন, এমনকি রাজা চার্লস অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছিলেন।

৩০ মিনিট ধরে চলা এই বৈঠকে তারা বাংলাদেশের ব্যাপক পরিবর্তন নিয়ে আলোচনা করেন এবং প্রধান উপদেষ্টা রাজা চার্লসকে বাংলাদেশে তার সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এই সাক্ষাৎকে সৌহার্দ্যপূর্ণ বর্ণনা করে শফিকুল আলম বলেন, যেহেতু রাজা চার্লস অধ্যাপক ইউনূসকে দীর্ঘদিন ধরে চেনেন, তাই তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

প্রেস সচিব বলেন, ‘এই পুরো সফরে, আমি বলবো এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।’

বিভিন্ন ব্যক্তির সঙ্গে একান্তে দেখা করে, বা ‘একজন শ্রোতাকে সুযোগ দিয়ে’, রাজা চার্লস নির্দিষ্ট ব্যক্তি এবং তাদের কাজের গুরুত্বের স্বীকৃতি দেন। একই সঙ্গে তাদের সম্পর্কে আরও জানার এবং তাদের একটি স্মরণীয় রাজকীয় অভিজ্ঞতা দেন। ‘শ্রোতা’ বলতে কেবল রাজা চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎকে বোঝায়।

২০২৪ সালের জুনে ‘হারমনি অ্যাওয়ার্ড’ চালু করেন রাজা দ্বিতীয় চার্লস।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com