রাজধানীর মেরাদিয়া ও আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। গতকাল বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সেই আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আদালত নো অর্ডার দিয়েছেন। এর ফলে মেরাদিয়া ও আফতাবনগরে কোরবানির পশুর হাট বসছে না।’
ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২১ এপ্রিল ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১১টি স্থানের মধ্যে রাজধানীর বনশ্রীতে মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপারও ছিল।
পরে এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সেখানকার বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার। ওই আবেদনে প্রাথমিক শুনানির পর গত ২৯ এপ্রিল হাইকোর্ট মেরাদিয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে আরেক রিটে হাইকোর্ট গত ৪ মে আফতাবনগর অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। পরদিন আরেক রিটে হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগরের অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুই সিটি করপোরেশন।
তিনটি আবেদনেই চেম্বার আদালত নোট অর্ডার দেন। সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, এ বি এম আলতাফ হোসেন ও রুহুল কুদ্দুস কাজল।
বাংলা৭১নিউজ/এসএইচ