বুধবার, ২১ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নীতিমালা চূড়ান্ত পর্যায়ে র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান ‘কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, বৃহস্পতিবার মূল্য নির্ধারণ’ ২৮ মে’র মধ্যে শ্রমিকদের বকেয়া শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে ইশরাকের হাজারো অনুসারীর দখলে মৎস্য ভবন মোড়, যান চলাচল বন্ধ রোহিঙ্গাসহ মানবিক খাতগুলোতে নরওয়ের সমর্থন চেয়েছে বাংলাদেশ জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার ভোটের কথা বলিনি : নাহিদ ইসলাম জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার সহায়তা পরিবেশ উপদেষ্টার সাথে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

ক্যামেরা ছিনিয়ে নিতে ফাঁদ, টিকটকারদের হাতে খুন ফটোগ্রাফার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ক্যামেরা ছিনতাই করে একদল টিকটকার। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, নাঈম আহম্মেদ (২০), শাহীন আকন্দ ওরফে শাহিনুল (২০), শাহীন চৌকিদার (২২), রহিম সরকার (১৯), নয়ন আহম্মেদ (১৯), রিদয় মাদবর (১৮), আব্দুর রাজ্জাক ওরফে রাজা (১৯), আনোয়ার হোসেন (১৯), শহিদুল ইসলাম (২০) ও মো. আরমান (১৮)।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, রামদা ও ছোরা এবং দুটি ছিনতাইকৃত ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম বলেন, মতিঝিল এজিবি কলোনি এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (২৬) পেশায় ফটোগ্রাফার। গত ১৫ মে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার নামে নূরুল ইসলামকে ফোনে ডেকে নেয় দুর্বৃত্তরা। ৫০০ টাকা অগ্রিম পাঠিয়ে তাকে বিশ্বাসযোগ্যতা দেখায়।

পরদিন (১৬ মে) সন্ধ্যায় ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে নূরুল ও তার সহযোগী ইমনকে অটোরিকশায় তুলে জাফরাবাদ পুলপার এলাকার একটি স্কুলের কাছে নিয়ে যায়। রাত ৮টার দিকে সেখানে পৌঁছামাত্রই ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে গেলেও নূরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে ক্যামেরা ও ব্যাগ ছিনিয়ে নেয়। নুরুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ওসমান গনি হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রায়েরবাজার, শংকর, আশুলিয়া ও ময়মনসিংহের ধোবাউড়া ও তারাকান্দা থেকে মঙ্গলবার (২০ মে) পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিসি মাসুদ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি টিকটকার গ্রুপ। মোবাইল দিয়ে ভিডিও করলে ভালো রেজুলেশন আসে না—এ কারণেই তারা ডিএসএলআর ছিনতাইয়ের পরিকল্পনা করে। ফেসবুক থেকে নিহতের নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে।

নাঈম, শাহীন, শাহীনুল, রহিম, নয়ন, রিদয়, রাজ্জাক, আনোয়ার, শহিদুল ও আরমান অটোরিকশার গতিরোধ করে নূর ইসলামের কাছ থেকে ডিএসএলআর ক্যামেরা ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ক্যামেরা না দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দিয়ে নূরুল ইসলামের শরীরে এলোপাতাড়ি আঘাত করে এবং ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে নেয়। 

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com