রাজধানীর কারওয়ান বাজারের একটি সরকারি পথশিশু পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রহমতউল্লাহ মুগদার মান্ডা এলাকার মাসুম খানের ছেলে বলে জানা যায়।
পুনর্বাসন কেন্দ্রের আবাসিক কর্মী সরজিত কুমার বিশ্বাস জানান, দুই মাস আগে রহমতউল্লাহকে রাস্তা থেকে কুড়িয়ে এনে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে আরও ৬০ জনের বেশি শিশু রয়েছে। সকালে রহমতউল্লাহর শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হলে দ্রুত তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান শিশু রহমতুল্লাহ আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ