বুধবার, ২১ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

ভূতের গলিতে কোপানোর ঘটনায় আহত যুবক বিএনপি কর্মী, থানায় মামলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত রোববার (১৮ মে) রাতের ওই ঘটনায় গুরুতর আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

সোমবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মুন্নার ছোট বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ভূতের গলির পুকুরপাড় এলাকার এমসি শুভ (৩৫), মামুন (৩২), রানা (৩৩), শামীম (৩১) ও মোবারক (৩৩)। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী জামিলা কবির লাবনী।

নিউমার্কেট থানাপুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাইফ হোসেন মুন্না নিউমার্কেট থানার ১০ নং সেন্ট্রাল রোড পানির পাম্পের গলির মৃত জমির হোসেনের ছেলে। তাদের বাসা ভূতের গলির শেষ মাথায় চিলড্রেন হোম স্কুলের পাশে। মুন্না বিএনপির কর্মী।

মামলার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক বলেন, মুন্নার ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডের সুমাইয়া হোটেলের সামনে পাকা রাস্তার ওপর। এ ঘটনায় সোমবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে মামলা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সার্বক্ষণিক স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন। মামলায় বাদী অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আসামিরা আত্মগোপন রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সড়কের ওপর সাইফ হোসেন মুন্নার গতিরোধ করেন একজন। এ সময় মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন আরও দুজন। আরেকটি মোটরসাইকেলে সেখানে হাজির হন আরেকজন। এ সময় মুন্নাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন এক হামলাকারী।

পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে একজন এলোপাতাড়ি কোপানো শুরু করেন। ওই ব্যক্তি কালো পাঞ্জাবি এবং হেলমেট পরা ছিলেন। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে অন্যরা মুন্নাকে ধরে মারধর করেন।

‎‎জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে হাত ও পায়ে জখম হয়েছেন মুন্না। তার শরীরে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com