বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শন প্রধান উপদেষ্টার ভিসি ও প্রক্টরের ওপর দায় চাপানো স্রেফ অপচেষ্টা: সারজিস চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, যা থাকছে কর্মসূচিতে জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন : ফাওজুল কবির খান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ: ভারতের উদ্বেগ সৌদিতে ট্রাম্প, বিমানবন্দরে ‘বিরল’ সম্মান জানালেন প্রিন্স সালমান চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল রোবটিক্স ফিজিওথেরাপির মতো প্রযুক্তিনির্ভর সেবা চালু করতে চাই: স্বাস্থ্য উপদেষ্টা

নানা ‘নাটকীয়তার’ পর জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আগামী ১৫ মে জাপানের টোকিওতে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা, ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকের নির্ধারিত সময় ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব প্রস্তুতি থাকার পরও শেষ মুহূর্তে জাপানকে কূটনৈতিকপত্র দিয়ে এফওসি স্থগিত করার অনুরোধ করেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

জাপান কর্তৃপক্ষকে না করার এক দিনের মাথায় ফের নতুন সিদ্ধান্ত এসেছে। টোকিওতে নির্ধারিত সময়ে এফওসি বৈঠকে বসছে বাংলাদেশ জাপান। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, এফওসিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের। কিন্তু কোনো কারণে পররাষ্ট্রসচিব সোমবার (১২ মে) নোট ভার্বালের মাধ্যমে জাপান কর্তৃপক্ষকে জানায়, এই মুহূর্তে বৈঠকটি স্থগিত করার জন্য।

বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় জানতে পেরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, পররাষ্ট্র সচিবের অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ওই বৈঠকে নেতৃত্ব দেবেন। কিন্তু লুৎফে সিদ্দিকী বৈঠকের নেতৃত্ব দিতে গেলে সেটি আর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক থাকে না। তখন সেটি হবে প্রস্তুতিমূলক সভা।

চলতি মাসের শেষের দিকে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারপ্রধানের সফর নিয়ে আলোচনা করার জন্য হলেও আসন্ন  পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি বেশ গুরত্বপূর্ণ। অন্যদিকে, বিষয়টি কোনো সিদ্ধান্তের নড়চড় হলে সেটি ভালোভাবে নেয় না জাপান।

প্রধান উপদেষ্টার টোকিও সফর ও জাপানের সঙ্গে বন্ধুত্ব বিবেচনায় সরকার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি করার বিষয়ে ফের জাপানকে জানিয়েছে। আর সিদ্ধান্ত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, শেষ মুহূর্তে এসে বৈঠক স্থগিত করার বিষয়টি ভালোভাবে নাও নিতে পারে জাপান। কেননা, দেশটি যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে বরাবরই অনঢ় অবস্থানে থাকে। সেজন্য বৈঠকটি যেন হয় তার বিষয়ে জোরালো উদ্যোগ নিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

এক কূটনীতিক জানান, চলতি মাসে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে এবারের এফওসি বেশ গুরত্বপূর্ণ। আশার কথা হচ্ছে, নির্ধারিত সময়ে বৈঠকটি হচ্ছে।

কূটনীতিকরা জানিয়েছেন, টোকিওর পক্ষে দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিশি এফওসিতে নেতৃত্ব দেবেন। আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় থাকবে। এক্ষেত্রে আলোচনার টেবিলে আসতে পারে, প্রধান উপদেষ্টার জাপান সফর, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক ইস্যু, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা, মানুষে মানুষে যোগাযোগের মতো বিষয়গুলো।

প্রসঙ্গত, গত বছরের জুনে (২০২৪) ঢাকায় বাংলাদেশ জাপানের মধ্যে এফওসি হয়। এটি হবে ষষ্ঠ এফওসি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com