ব্রহ্মপুত্র নদের পাড়ে স্বজনদের আহাজারি। কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। কারণ গেল ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি আপন দুই ভাইয়ের।
শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)।
এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলে। কিন্তু দুই ভাইয়ের খোঁজ মেলেনি।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, ১৮ ঘণ্টা ধরে উলিপুর ও রংপুর থেকে ছয়জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ব্রহ্মপুত্রে স্রোত থাকায় তারা ভাটির দিকে ভেসে যেতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ