যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান দ্য কার্টার সেন্টার-এর একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে।
শুক্রবার (৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন, ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। প্রতিনিধিদলে আরও রয়েছেন, তারা শরিফ (সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর), মাইকেল বালদাসারো (ডেটা সায়েন্টিস্ট), সাইরাহ জাইদি (অ্যাসোসিয়েট ডিরেক্টর), ড্যানিয়েল রিচার্ডসন (প্রোগ্রাম অ্যাসোসিয়েট, পিস ও ডেমোক্রেসি প্রোগ্রাম) এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।
প্রতিনিধিদলটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এ বৈঠক করে।
বাংলা৭১নিউজ/একে