শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কর্মপরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’ মামলার আগে নাম না দেওয়ার জন্য, পরে নাম কাটানোর জন্য টাকা নেওয়া হয় খুনিকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, বলছেন আ’লীগের বিচার করবেন? ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত একযোগে একাধিক স্থানে হ্যারপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও এক দৃষ্টান্তমূলক সামরিক আগ্রাসন’ চালিয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) তিনি জানান, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘উচ্চমাত্রার সতর্কতা ও নজরদারির’ মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২টি হ্যারপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে লাহোর, আট্টক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির আশপাশের এলাকায়।

তবে লাহোরের কাছে ১৩তম একটি ড্রোন একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানিয়েছেন আইএসপিআরের ডিজি। এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। একই ধারাবাহিকতায় সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবিও উপস্থাপন করেন।

প্রসঙ্গত, হ্যারপ ড্রোন হলো একটি আত্মঘাতী ড্রোন বা ‘লোইটারিং মিউনিশন’, যা শত্রুর রাডার বা স্থির লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেই বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের নির্মিত এই ড্রোন আকাশে দীর্ঘ সময় ঘুরে বেড়িয়ে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে বা মানুষের নিয়ন্ত্রণে আক্রমণ চালাতে সক্ষম। এটি নজরদারি ও হামলা—দুই উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং রাডার ধ্বংস বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার জন্য এর কার্যকারিতা বিশেষভাবে প্রমাণিত।

সূত্র: ডন, এপি, উইকিপিডিয়া

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com